Tuesday, September 2, 2008

‘বর্ষালি ধান’ মঙ্গা ঠেকাবে সাঘাটায়

ম ফুলছড়ি (গাইবাবন্ধা) প্রতিনিধি
আর কয়েক দিনের মধ্যেই গাইবাবন্ধার সাঘাটা উপজেলার শত শত কৃষক ‘বর্ষালি ধান’ ঘরে তুলে মঙ্গা ঠেকাবেন। একটু উঁচু জমিতে এ ধানের চাষাবাদ করে সাফল্য পেয়েছেন এখানকার চাষীরা। বর্ষার সময় এ ধানের চাষ করা হয় বলে এলাকায় চাষীদের কাছে এটি বর্ষালি নামে পরিচিত। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বছর ধরে এ এলাকার চাষীরা ইরি-বোরো ধান কাটার পরপরই বর্ষালি ধানের চাষ করে লাভবান হচ্ছেন। মাত্র ১১০ থেকে ১২০ দিনের মধ্যেই ধান পাকতে শুরু করে। সাঘাটা উপজেলা কৃষি স¤প্রসারণ অফিস সহৃত্রে জানা গেছে, এই মৌসুমে প্রায় ১ হাজার একর জমিতে বর্ষালি ধান চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এবার এ ধানের বাম্পার ফলনের আশা করা হচ্ছে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor