Thursday, September 4, 2008

সংবাদ সম্মেলনে এনসি ফোর-এর তথ্য দেশে বার্ষিক তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি কমে যাবে ধান ও গম উৎপাদন

০৪.০৯.০৮
।। সমকাল।। সমকাল প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত ১৪ বছরে বাংলাদেশের গড় তাপমাত্রা মে মাসে এক ডিগ্রি সেলসিয়াম এবং নভেল্ফ^রে দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। একই সময়ে দেশের মাটির লবণাক্ততা বৃ™িব্দ পেয়ে ৮৩০ হাজার হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্টø হয়েছে। জলবায়ুর এই পরিবর্তনের ফলে দেশে গড় বৃ®িদ্বপাত ভয়াবহ ও ঘহৃর্ণিঝড় বৃ™িব্দর পাশাপাশি বিপুল পরিমাণে ধান ও গম উৎপাদন কমে যাবে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সল্ফে§লনে জলবায়ু পরিবর্তন সংত্রক্রাšø এনজিওদের একটি গ্র“প এনসি-ফোর এ তথ্য জানায়।
‘এনজিও কো-অর্ডিনেশন কাউন্সিল ফর ক্লাইমেট চেঞ্জ’ বা এনসি-ফোর জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে তৃণমহৃল পর্যায়ের আত্রক্রাšø মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে এই গ্র“পটি দুই মাস আগে গঠন করেছে।
গতকাল সংবাদ সল্ফে§লনে তারা আরো জানায়, জলবায়ুর ত্রক্রমপরিবর্তনের কারণে দেশের উপকূলীয় এলাকার ৩ কোটি মানুষ চরম ঝুঁকির মধ্যে আছে। সমুদ্র তলদেশের উচ্চতা বৃ™িব্দতে প্রাথমিকভাবে দেশের প্রায় ১২০ হাজার বর্গ কিলোমিটার এলাকা সরাসরি প্টèাবনজনিত ক্ষতির সল্ফ§ুখীন হবে। গ্রীষ্ফ§কালে সমুদ্রের লোনা পানি দেশের অভ্যšøরে প্রায় ১০০ কিলোমিটার পর্যšø প্রবেশ করছে। এসবের ফলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ধানের উৎপাদন কমবে প্রায় ৮ শতাংশ। গম উৎপাদন কমবে প্রায় ৩২ শতাংশ। মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রে আর এক মিটার পানি বাড়লে বাংলাদেশের ১৭ ভাগ এলাকা ডুবে যাবে। তাই এসব বিপদ থেকে রক্ষা পেতে তৃণমহৃল পর্যায়ের সাধারণ মানুষকে সচেতন ও ক্ষমতায়িত করতে হবে।
সংবাদ সল্ফে§লনে গ্র“পটির পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিজাসটার প্রিপারনেস সেন্টারের (বিডিপিসি) পরিচালক মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ ডিজাসটার ম্যানেজমেন্ট প্রজেক্টের নির্বাহী পরিচালক দিলরুবা হায়দার, ™^ীপ উল্পুয়ন সংস্ট’ার নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম, বরিশালের শাপলাফুল সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক নারগিস আক্তার বায়েজিদ এবং সুশীলনের পরিচালক মোস্টøফা নহৃরুজ্জামান।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor