Thursday, September 4, 2008

ফরিদপুর ও নড়াইলে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা লাঞ্ছিত

০৪.০৯.০৮
।। সমকাল ।। সমকাল ডেস্ক
ফরিদপুরের মধুখালী ও নড়াইলের তুলারামপুরে বুধবার সারের দাবিতে কৃষকরা বিক্ষোভ, সড়ক অবরোধ এবং ডিলার ও কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
ফরিদপুর : সারের দাবিতে ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে কৃষকরা। বুধবার সকালে স্ট’ানীয় বাগাটবাজার এলাকায় ক্ষুব্ধ কৃষকরা গাছের গুঁড়ি ফেলে এক ঘণ্টা রাস্টøা অবরোধ করে রাখে।
স্ট’ানীয় বাসিন্দারা জানান, বাগাটবাজারের সোনালি কৃষি ভা-ারের সারের সাব-ডিলার মনোজ কুমার দাসের ঘর থেকে বুধবার সকালে সার বিতরণ করার কথা ছিল। সার দিতে বিলল্ফ^ হওয়ায় সহস্রাধিক কৃষক রাস্টøার ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃ®িদ্ব করে। পুলিশ অবরোধ মুক্ত করার চে®দ্বা করে ব্যর্থ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আশরাফউদ্দীনের হস্টøক্ষেপে সড়ক অবরোধ তুলে নেন কৃষকরা। বেলা ১১টার পর থেকে দিনব্যাপী ওই সারের দোকান থেকে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়।
নড়াইল : নড়াইলের তুলারামপুর এলাকায় বুধবার সারের দাবিতে কৃষকদের সঙ্গে সার ডিলার, কৃষি কর্মকর্তা ও এক স্ট’ানীয় ইউপি মেল্ফ^ারের হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহবুব হোসেন লাঞ্ছিত হন এবং ব্যবসায়ী জিকরিয়ার রহমান বাচ্চু আহত হন।
জানা যায়, বুধবার সকালে সদরের তুলারামপুর বাজারে মোর্শেদ খান অ্যান্ড সন্সে প্রায় ৩ শ’ কৃষক ইউরিয়া সার নিতে আসে। পর্যাপ্টø সার না থাকায় ডিলার কর্তৃপক্ষ কৃষকদের সার বিতরণ বল্পব্দ রাখে। এ সময় স্ট’ানীয় ইউপি মেল্ফ^ার রিন্টু মিয়া সারের দোকান বল্পব্দ করে দিলে কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মারামারির ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম ও জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা বিকে সাহা ঘটনাস্ট’ল পরিদর্শন করেন। তারা বৃহ¯ক্সতিবার কৃষকদের মধ্যে ১০ টন সার বিতরণের আশ^াস দিলে কৃষকরা বাড়ি ফিরে যায়।
এদিকে তুলারামপুর বাজারলাগোয়া যশোরের বাখারপাড়া উপজেলার ধলগ্রাম বাজারে একই সারের দাবিতে কৃষকরা নড়াইল-যশোর সড়ক ১ ঘণ্টা অবরোধ করে রাখে। বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্ট’লে এসে পরিস্টি’তি নিয়šেúর সময় স্ট’ানীয় জনতা ও পুলিশের মধ্যে হট্টগোল বেধে যায়।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor