Thursday, September 4, 2008

অভয়নগরে আউশের বাম্পার ফলন

০৪০৯.০৮
।। ডেসটিনি ।। অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় এবার আউশের বাম্পার ফলন হয়েছে। জলাবদ্ধ বিলগুলোতে বোরো আবাদের পর ওই এলাকার কৃষকরা আউশ ধানের আবাদ করে বাম্পার ফলন ফলিয়েছে। আউশ ধান ঘরে তুলতে পারায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। কৃষকরা এখন আমন ধানের চারা রোপণে ব্যস্ত।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় আউশ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল উনিশ হেক্টর জমি। কিন্তু আবাদ হয়েছে আড়াই হাজার হেক্টর জমি যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। এলাকার কৃষকরা বিশেষ করে ভবদহ জলাবদ্ধ এলাকার কৃষকরা জানায়, এ বছর বিলগুলো জলাবদ্ধতার শিকার না হওয়ায় কৃষকরা আউশ ধানের আবাদ করেছে। তাছাড়া এ বছর ধানের দাম বেশি হওয়ায় এবং ধান রোপণের পরিবেশ সৃষ্টি হওয়ায় কৃষকরা আউশ ধানের আবাদ করেছে। আউশের ফলন ভালো হয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। বোনা আউশ কাঠা প্রতি এক মণ এবং রোপা আউশ তার চেয়ে অধিক হবে বলে কৃষকরা জানান। কৃষকরা আরও জানান, আউশ ধান রোপণের পর অনেক কৃষক ফসলের আশা ছেড়ে দিয়েছিল। তাদের ধারণা ছিল জলাবদ্ধতায় ফসল ডুবে যাবে। কিন্তু ভবদহ সøুইসগেট দিয়ে পানি নিষ্কাষিত হওয়ায় এবং এ বছর অধিক বৃষ্টি না হওয়ায় কৃষকরা ফসল ঘরে তুলতে পেরেছে। অভয়নগরের কৃষকরা জমিতে এবার তিনটি ফসল ফলাতে সক্ষম হবে বলে কৃষকরা জানান। যে জমিতে বোরো আবাদ করা হয়েছিল সেই জমিতে কৃষকরা আউশ ধানের আবাদ করে সেই ধান তারা কেটে ঘরে তুলেছে। কৃষকরা আবার ওই জমিতে আমন ধান রোপণের কাজও প্রায় শেষ করেছে বলে জানা গেছে। আউশ ধান কেটে ঘরে তুলতে পেরে এ অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor