Thursday, September 4, 2008

নালিম চাষে স্বাবলম্বী ইসলাম

০৪.০৯.০৮
।। ডেসটিনি ।। বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বহরপুর, নবাবপুর ও বালিয়াকান্দি ইউনিয়নের কৃষকরা এ বছর দেড় গুণ বেশি জমিতে নালিম (ফুটি) চাষ করেছেন। এ বছর পাতা-ডোগা পচার (পচন রোগ) লক্ষণসহ বিটল জাতীয় পোকার প্রাদুর্ভাব দেখা গেলেও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গাছের ধরন ও নালিমের আকার বড় হওয়ায় কৃষকরা অধিক দাম পাওয়ার আশা করেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, উপজেলার ১৭ হাজার ১০২ হেক্টর আবাদি জমির মধ্যে এ বছর প্রায় ২৫ হেক্টর জমিতে নালিমের আবাদ হয়েছে। গত বছরে আবাদের পরিমাণ ছিল প্রায় ১০ হেক্টর। মাঝারি উঁচু জমি, বেলে দোঁ-আশ মাটি নালিম চাষের উপযোগী। সবজি হিসেবে অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন কাঁচা নালিম রান্নায় তরকারি হিসেবে ব্যবহার হয়ে থাকে। তাছাড়া রমজানে ইফতারের সময় আখের গুড়ের সঙ্গে এলাকার মানুষের প্রিয় খাদ্য হিসেবে প্রচলিত রয়েছে। তেঁতুলিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, এ বছর হেক্টর প্রতি নালিম উৎপাদন ১০ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে। কারণ হিসেবে কৃষকদের সচেতনতা ও পোকা-মাকড় দমন এবং রোগব্যাধি প্রতিরোধের প্রসঙ্গ উল্লেখ করেন।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor