Thursday, September 4, 2008

হাওর উন্নয়নে সরকারি পদক্ষেপ

০৪.০৯.০৮
।। ইত্তেফাক ।। সম্পাদকীয়

সম্প্রতি অনুষ্ঠিত ‘জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নে হাওর অঞ্চলে মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা কৌশল’ এক সেমিনারে হাওর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বলা হইয়াছে। হাওর উন্নয়নে সরকারের এই দৃষ্টি ভঙ্গি প্রশংসনীয়। ইতিপুর্বে হাওর এলাকার কৃষি ও কৃষিজীবীদের সার্বিক কল্যাণে সরকার হাওর উন্নয়ন বোর্ডের কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়াছে। বলা বাহুল্য ৫০০০ বর্গমাইল জুড়িয়া বিস্তৃত হাওর অঞ্চল সঠিক পরিকল্পনার আওতায় হইয়া উঠিতে পারে মাছ চাষ, মাছ রপ্তানি ও হাজার হাজার বেকারের কর্মসংস্থানের উপায়। হাওর অঞ্চলে পর্যটন কেন্দ্রও গড়িয়া উঠিতে পারে প্রয়োজনীয় ব্যবস্থার আওতায়। দেশের উত্তরাঞ্চলের ৫টি জেলার বিস্তৃত এই হাওর অঞ্চল। এই বিস্তীর্ণ হাওর অঞ্চলকে অর্থনৈতিক সম্ভাবনার এক সিংহদ্বার বলা যায়। ইহাকে যথাযথভাবে অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী কাজে লাগাইতে পারিলে দেশের উন্নয়ন যে ত্বরান্বিত হইবে তাহা না বলিলেও চলে।

হাওর অঞ্চল আমাদের প্রকৃতির এক অসামান্য লীলাভূমি ও অফুরন্ত সম্পদের আধার। দেশের মোট উৎপাদিত ধানের এক-পঞ্চমাংশই আসে হাওর অঞ্চল হইতে। হাওরের পরিবেশ, মৎস্য সম্পদ, জলজ পাখি ও জীববৈচিত্র্য অক্ষুণœ রাখার জন্য হাওরগুলিকে অভয়ারণ্য ও হাওর এলাকাকে জাতীয় উদ্যান ঘোষণার কথাও উল্লেখ করা হয়। এজন্য হাওর উন্নয়ন বোর্ডের কার্যক্রম চালু রাখার পাশাপাশি একই জাতীয় হাওর নীতি প্রণয়ন আবশ্যক। হাওর অঞ্চলের যে কতো সম্ভাবনা তাহা বলিয়া শেষ করা কঠিন। বিশেষজ্ঞদের মতে ঠিকমতো চাষ করা গেলে হাওর অঞ্চল হইতেই বছরে অন্যূন দুই কোটি টন চাল উৎপাদন করা সম্ভব, যাহা গোটা দেশের খাদ্য চাহিদার বেশিরভাগই মিটাইতে পারে। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ মিলে এই এলাকায় বছরে দেড় হাজার কোটি টন মাছ উৎপাদন করা সম্ভব, যাহাতে দেশের চাহিদা মিটাইয়া কয়েক শত কোটি টাকার মাছ বাহিরে রপ্তানি করা যায়।

প্রকৃতপক্ষেই হাওর এলাকা অমিত সম্পদে ভরা। এখানে রহিয়াছে বিপুল সম্ভাবনা। বাড়তি খাদ্যোৎপাদন, মৎস্যচাষ, পাখির অভয়ারণ্য, বনায়ন, মুক্তাচাষ, পর্যটন প্রভৃতি খাত হইতে একদিকে যেমন কয়েক হাজার কোটি টাকার সম্পদ আহরণের সুযোগ রহিয়াছে তেমনি এইসব কর্মোদ্যোগের মাধ্যমে দেশের কয়েক লক্ষ বেকার লোকের কর্মসংস্থানেরও ব্যবস্থা হইতে পারে। এইসব বিষয় গুরুত্বসহকারে বিবেচিত হইলে সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতিই সমৃদ্ধ হইবে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor