Wednesday, September 10, 2008

জীবননগরে আউশ ক্ষেতে ব্যাপক ছত্রাকের আক্রমন

১০..০৯.০৮
ইত্তেফাক।। জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

এ উপজেলার ফলন্ত আউশের হাইব্রিড কারগিল ধান ক্ষেতে ব্যাপকহারে ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। নতুন ছত্রাক ফল্স স্মার্ট বা লক্ষ্মীর গু’র আক্রমণে কৃষকরা দিশেহারা। ধান উৎপাদন মারাত্মক বিপর্যয়ের আশংকা করছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিস ও আক্রান্ত ক্ষেতের কৃষকদের নিকট থেকে জানা যায়, চলতি আউশ মৌসুমে এ উপজেলা ব্যপক হারে হাইব্রিড কারগিল ধান আবাদ হয়েছে। উক্ত ধান উঠার আগ মুহূর্তে ধানে ব্যাপকহারে বল আকৃতির হলুদ ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor