Saturday, September 6, 2008

রংপুরে ১৬০ বস্তা সার উদ্ধার ।। গ্রেফতার ২

০৬.০৯.০৮
।। ইত্তেফাক ।। রংপুর সংবাদদাতা

রংপুরে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখা প্রায় ৫’শ বস্তা ইউরিয়া ও ফসফেট সারের মধ্যে রহস্যজনক কারণে ১’শ ৬০ বস্তা সার উদ্ধার দেখিয়েছে পুলিশ। এ সময় বিনা লাইসেন্সে সার মজুদ রাখার অভিযোগে কালোবাজারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হলেও ৩ জনকে ছেড়ে দিয়ে ব্যবসায়ী আব্দুল মতিন (৪৫) ও রাজা মিয়াকে (৪১) গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ তুলেছে।

গত বৃহস্পতিবার রাতে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের পালিচড়া কেশবপুর হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী মতিন ও রাজা মিয়ার বাড়ি থেকে ঐ সার উদ্ধার করা হয়। এ ব্যাপারে শুক্রবার উপজেলা কৃষি কর্মকর্তা দেলবর হোসেন বাদি হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। ৫’শ বস্তার স্থলে ১’শ ৬০ বস্তা সার উদ্ধারসহ মূল আসামিকে ছেড়ে দেয়ার ঘটনায় কোতয়ালী থানার এসআই ইমরানের রহস্যজনক ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশ সুপারের কাছে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। উৎকোচের বিনিময়ে পুলিশ ২টি গোডাউনে থাকা প্রায় ৫’শ বস্তা সারের মধ্য থেকে ১’শ ৬০ বস্তা সারের উদ্ধার দেখিয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। এছাড়াও গত বৃহস্পতিবার রাতে পুলিশী অভিযানে মোকছেদুলসহ সংঘবদ্ধ ঐ চক্রের আরো ২ সদস্য ভুট্টু ও রঞ্জু পুলিশের হাতে ধরা পড়লেও কোতয়ালী থানার এসআই ইমরান মোটা অংকের উৎকোচ গ্রহণ করে ঘটনাস্থলেই তাদের ছেড়ে দিয়ে গোডাউন থেকে সার সরিয়ে ফেলার সুযোগ সৃষ্টি করে দেয় বলে প্রত্যক্ষ দর্শীরা জানায়। এদিকে ঘটনার দীর্ঘ ১৭ ঘন্টা পর গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার সময় কোতয়ালী থানার ওসির দায়িত্বে থাকা এসআই হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সার মজুদ সক্রান্ত ঘটনায় ২ জনের গ্রেফতারের কথা স্বীকার করে জানান, আমি ঘটনার কিছুই জানি না, এসআই ইমরান সার নিয়ে আসার জন্য ঘটনাস্থলে গেছে, সেই মূল ঘটনা বলতে পারবে। এ ব্যাপারে এসআই ইমরান তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে জানান, সেকেন্ড স্যারের নির্দেশ অনুযায়ী আমি ঘটনাস্থলে গিয়েছি, তিনিই সবকিছু বলতে পারবেন।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor