Tuesday, September 2, 2008

কৃষিতে বিমান প্রযুক্তি

১৯ জুলাই ২০০৮ । যায়যায়দিন

কৃষিকাজে বিমান প্রযুক্তি ব্যবহারের কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে যুক্তরাজ্য। এই কাজে দেশটি ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে। উদ্ভাবন করেছে রোবটচালিত ক্ষুদ্রাকার বিমান, যা মাটির উর্বরতা যাচাইয়ের লক্ষ্যে কাজ করবে। আবাদি জমি মনিটরিং করার কাজে উদ্ভাবিত এই নতুন বিমানের নাম অটোনোমাস আনম্যানড এরিয়াল ভেহিকল সংক্ষেপে ইউএভি। মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কত, আরো সারের প্রয়োজন হবে কি-না, তা যাচাইয়ের জন্য ইউএভি এরই মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসের আকাশে চক্কর দিয়েছে। ইউএভি মিশন হচ্ছে প্রযুক্তি ফার্ম কুইনটিক এবং এবারস্টিথ ইউনিভার্সিটির যৌথ গবেষণা প্রকল্পের অংশ। আকাশে বিচরণের অনুমতি পাওয়ার পর যুক্তরাজ্যের আকাশে পাইলটবিহীন এই বিমান অহরহ দেখা যাবে। কুইনটিক ইএভি সার্ভিস প্রকল্পের নেতা জনাথন ওয়েবার বলেন, আমরা যখন একটি যানকে নিরাপদে উপাত্ত সংগ্রহের কাজে লাগাতে পারছি, তখন তো সেখানে পাইলটের প্রয়োজন নেই। এতে বিমানটি যেমন অতিরিক্ত ওজনের চাপ থেকে বাঁচবে তেমনি জ্বালানি খরচও সাশ্রয় হবে। আগামী ২০ বছরে এই প্রযুক্তির আরো উন্নতি হবে। এই কাজে মনুষ্যচালিত বিমানের স্থ’ান দখল করবে ইউএভি। ব্রিটেনের আকাশ সবচেয়ে ব্যস্ত আকাশ পথগুলোর একটি। সুতরাং ইউএভিকে প্রতিদিন আকাশে উড়তে দেওয়া হবে কি-না, তা অনুমতিসাপেক্ষ ব্যাপার। স¤প্রতি হেয়ারফোর্ড এবং এয়ারপোর্থ-এর আকাশে যে ইউএভি উড্ডয়ন করে তার ওজন সাত কেজির কম, পাখার দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ মিটার। প্রত্যেক পাখার মধ্যে সংযুক্ত রয়েছে ‘অপটিকস অ্যান্ড ডাউনলিংকপড’। ব্যাটারিচালিত বিমানটি এক ঘণ্টার কিছু বেশি আকাশে বিচরণ করে। ওয়েবার বলেন, বিমানটির পরিচালন ব্যবস্থ’া পুরোপুরি স্বয়ংক্রিয় পদ্ধতির। তবে এতে এমন ব্যবস্থ’া রাখা হয়েছে, প্রয়োজন হলে এটিকে মনুষ্য নিয়ন্ত্র ণেও চালানো যাবে। ইউএভি থেকে প্রাপ্ত উপাত্ত জরিপকৃত জমির একটি ‘নরমালাইজড ডিফারেন্স ভেজিটেশন ইনডেক্স’Ñ এনডিভিআই তৈরির কাজে ব্যবহার করা হয়। এবারস্টিথ ইউনিভার্সিটির সিনিয়র গবেষক বিজ্ঞানী এলান গে ব্যাখ্যা করে বলেন, এটা আপনাকে শ্যামল শস্যে ভরা মাঠ এবং খালি মাঠের মধ্যে পার্থক্য বলে দেবে। আমরা আসলে যতটা সম্ভব কম সার প্রয়োগ করে অধিক শস্য ফলাতে চাই। আমাদের মনে রাখতে হবে, অতিরিক্ত সার প্রয়োগ জনস্বাস্থ’্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর। আবার সারের পরিমাণ চাহিদার চেয়ে কম হলে কাংখিত মাত্রায় ফসল পাওয়া যাবে না। তিনি আরো বলেন, মনুষ্যচালিত বিমান ফসলের মাঠের সর্বত্র চাহিদামতো যেতে পারে না। এটা অপেক্ষাকৃত ব্যয়বহুল। কিন্তু অপেক্ষাকৃত কম খরচের ইউএভির সে সুবিধা রয়েছে। যুদ্ধক্ষেত্রে শত্র“র অবস্থ’ান, গতিবিধি নির্ণয় এবং তাদের ওপর গুলিবর্ষণের কাজে রোবটচালিত বিমানের কথা সবাই জানে। তবে বেসামরিক কাজে এর ব্যবহারও দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিজ্ঞানীরা ঝড়ের ভেতর এই বিমান উড্ডয়ন করছেন, ইতালির বিজ্ঞানীরা জীবন্ত আগ্নেয়গিরির তথ্য-উপাত্ত জানতে এই বিমানটিকে কাজে লাগাচ্ছেন। গে বলেন, যুক্তরাজ্যের গবেষকরা দেশের উজান অঞ্চল তৃণভূমি জরিপের কাজে এই বিমানের ‘রিমোট সেনসিং’ পদ্ধতি ব্যবহার করবেন। তারপর পশু খামারিদের তাদের গবাদিপশুর জন্য উৎকৃষ্ট মানের ঘাস কোথায় পাওয়া যাচ্ছে, তা জানানো হবে। মোট কথা বনজ সম্পদ মনিটরিং এবং শস্যের রোগবালাই শনাক্তকরণে ইউএভিকে ব্যাপকভাবে কাজে লাগানো হবে। অনুমাননির্ভর না হয়ে, সঠিক তথ্যের ভিত্তিতে চাষাবাদের ফলে কৃষি ব্যবস্থ’ায় বিশাল পরিবর্তন আসবে। সহৃত্র : বিবিসি।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor