Tuesday, September 2, 2008

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তহবিল সংগ্রহের আগে নীতিমালা জরুরি

সমকাল । ০১.০৯.২০০৮

কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তারা

সমকাল প্রতিবেদক
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তহবিল সংগ্রহের আগে এ সংক্রান্ত নীতি প্রণয়ন জরুরি। অর্থ সংগ্রহের আগে জনগণের অংশগ্রহণে একটি বাস্তব সম্মত নীতিমালা তৈরি করতে হবে। এই নীতির আলোকে পরিচালিত হবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে কোনো কার্যক্রম। তবে কারও থেকে ঋণ নিয়ে কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না। ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তহবিল সংগ্রহে করণীয়’ শীর্ষক কর্মশালার সমাপনী দিনে বক্তারা গতকাল এসব দাবি উত্থাপন করেন।
রাজধানীর এলজিইডি মিলনায়তনে বেসরকারি সংস্থ’া উন্নয়ন অন্বেষণ আয়োজিত কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন ইউএনডিপির শিরিন কামাল সাঈদ, নিজেরা করির নির্বাহী পরিচালক খুশি কবীর, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, অক্সফামের জিয়াউল হক মুক্তা প্রমুখ। অর্থনীতিবিদ রাশেদ আল আহমেদ তিতুমীর এ অধিবেশন
পরিচালনা করেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তহবিল সংগ্রহের আগে নিজেদের অবস্থ’ান নির্ধারণের ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ঝুঁকির সম্ভাব্য বিষয়গুলো আগে চিহিক্রত করে প্রকল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করতে হবে। এ ক্ষেত্রে জনগণের মতামতের ওপর গুরুত্ব দিতে হবে। যারা প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন মোকাবেলা করছে তাদের অভিজ্ঞতা নিতে হবে। অপরের মতামত না নিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আগে বাংলাদেশকে প্রস্তুত হতে হবে। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জাতীয় পর্যায়ে একটি তহবিল তৈরি করতে হবে। এই তহবিল ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে হবে। তবে কোনো ধরনের ঋণ নিয়ে এই তহবিল গঠন করা যাবে না। আগে নিজেরা তহবিল তৈরি করে সেখানে বিভিন্ন দেশের সহায়তা নেওয়া যেতে পারে। আন্ত র্জাতিক সহায়তা না পেলেও যাতে এই তহবিল পরিচালনায় আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। অনেক দহৃরের চিন্ত া না করে এখনই কি করা যেতে পারে তা নিয়ে চিন্তা করতে হবে।
জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে জন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, এ দেশের জনগণ যুগের পর যুগ ধরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করে আসছে। কৃষি ব্যবস্থ’া, জীবনযাপন, জীবিকা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে তারা। তাদের অনেক বাস্তব অভিজ্ঞতা রয়েছে। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এ অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। শনিবার শুরু হওয়া দুই দিনব্যাপী এ কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তহবিল সংগ্রহের বিভিন্ন দিক নিয়ে বেশ কয়েকটি প্রবন্ধ উপস্থ’াপন করেন বিশেষজ্ঞরা। এদের মধ্যে রয়েছেন বিআইডিএসের গবেষণা পরিচালক ড. এম আসাদুজ্জামান, আইইসিএনের দেশীয় পরিচালক ড. আইনুন নিশাত, পরিবেশ অধিদফতরের জলবায়ু পরিবর্তন বিভাগের আবু এম কামাল উদ্দিন, বিসের এবিএম জিয়াউর রহমান, বিআইডিএসের আনোয়ারা বেগম, এফইজেবির কামরুল ইসলাম চৌধুরী, ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্র“পের এম শামসুদ্দোহা, পরিবেশ অধিদফতরের মির্জা শওকত আলী প্রমুখ। এছাড়াও কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, সরকারি সংস্থ’ার প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor