Sunday, September 7, 2008

ধনুটে পাটের আশাতীত ফলন কৃষকের মুখে হাসি

০৮.০৯.০৮
।।ইত্তেফাক।। ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলার কৃষত দীর্ঘদিন পর এবছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাট কাটা-ধোয়ার কাজ শুরু করেছে অনুকুল আবহাওয়ায় পাটের উৎপাদন আশানুরুপ হয়েছে। বাজারে নতুন পাটের ভাল দাম পাওযায় কৃষকের মুখে হাসি ফুটেছে

প্রতি বছর দফায় দফায় বন্যায় পাটের ব্যাপক ক্ষতি হতো। এ বছর এখন পর্যন্ত বন্যা না হওয়ায় কৃষকরা পরিপক্ক অবস্থায় পাট কাটতে পেরেছে। ফলে পাটের উৎপাদন বিগত বছর গুলোর তুলনায় অনেক বেশী হয়েছে। তাছাড়া ভুট্রার বিকল্প হিসেবে রেকর্ড পরিমান জমিতে পাট চাষ হয়েছে।

গত বছর উপজেলায় ১৬শ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাট চাষ হয়েছিল। এ বছর ২ হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষমাত্রা র্নিধারন করা হয়েছিল। কিন্তু লক্ষমাত্রার চেয়ে বেশী জমিতে পাট চাষ হয়েছে ৪শ হেক্টর দেশী, ২শ হেক্টর মেসতা ও ১৫শ হেক্টর তোষা জাতের পাট চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষমাত্রা র্নিধারন করা হয়েছে ১০ টন। বর্তমানে পাট কাটা ধোয়া প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন হাট বাজারে পুরোদমে পাট বেঁচা কেনা চলছে। পাটের জাত অনুযায়ী দামও কিছুটা কম বেশী রয়েছে সম্প্রতি ধুনট হাটে প্রতিমন তোষা পাট ১২শ টাকা থেকে ১৪শ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে হাটের পাইকারী পাট ব্যবসায়ী চিত্ত রঞ্জন সাহা জানান, এখানকার পাট সরাসরি খুলনার মিল গুলোতে সরবরাহ করা হচ্ছে। সারা দেশেই এবার পাটের বাজার ভাল। সোনালী আঁশ পাটের দ্বি-গুন দাম পেয়ে কৃষকের মুখে সোনালী হাসি ফুটেছে তারাকান্দি গ্রামের কৃষক হবিবর রহমান জানান, এক বিঘা জমিতে পাট চাষ করে উৎপাদন খরচ বাদ দিয়ে ৪হাজার টাকা আয় হয়েছে। এছাড়া জ্বালানী হিসেবে পাট খড়ির ব্যপক চাহিদা রয়েছে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor