Sunday, September 7, 2008

সিএনজিচালিত সেচ পাম্প উদ্ভাবন

০৮.০৯.০৮
।।ইত্তেফাক।। সিরাজগঞ্জ সংবাদদাতা ।।

সিরাজগঞ্জ যমুনাপাড়ের ২ তরুণ সিএনজি চালিত পাম্প তৈরি করে এখন নিজেরাই রোপা-আমন চাষ করছে। সিরাজগঞ্জে উদ্ভাবিত সিএনজি চালিত অল্টানেটর কৃষি পাম্প এখন স্বল্প খরচে সেচ প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদনে এক নবদিগন্তের সূচনা করেছে। বর্তমান অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহ ও জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধিতে কৃষকেরা যখন দিশেহারা তখন সিএনজি গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সেচযন্ত্র ব্যবহার কৃষকদের নতুন করে আশার আলো দেখিয়েছে। সলঙ্গা থানার ধুবিল গ্রামের বেসরকারী উন্নয়ন সংস্থা আলো দিশারী সংস্থার (এডিএস) নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক সরকার ও তরুণ প্রকৌশলী সালেহ আহমেদ সেতু এই প্রযুক্তির উদ্ভাবন করেন। গত ২৯ আগস্ট সলঙ্গার ধুবিল গ্রামে সরেজমিন গিয়ে তাদের সিএনজি চালিত মোটর পাম্পের সফল পরীক্ষামূলক ব্যবহার দেখা গেল। ইরি-বোরো মৌসুমে ১ হাজার ডিজেল চালিত শ্যালো মেশিনে ৫০ হাজার বিঘা জমিতে ইরি চাষ করতে ১১ কোটি টাকার ডিজেল খরচ হয়। অনুরূপ জমিতে বিদ্যুৎ চালিত পাম্পে (জামানতসহ) খরচ হয় ৩ কোটি ৮০ লাখ টাকা। পক্ষান্তরে উল্লেখিত জমিতে ১৭০ টি সিএনজি চালিত অল্টানেটর পাম্পে ইরি চাষাবাদে খরচ হবে ২ কোটি ৪০ লাখ টাকা। ৩০০ বিঘা জমিতে ইরি চাষাবাদ করতে একটি সিএনজি চালিত অল্টানেটর পাম্প স্থাপনে ৩ লাখ ৩৫ হাজার টাকা ব্যয় হবে। পরে আর বিনিয়োগ করতে হয় না।

জানা গেছে,বর্তমানে কৃষকদের পল্লী বিদ্যুৎ ও ডিজেল চালিত পাম্প ব্যবহার করে বিঘা প্রতি সেচের খরচ দাঁড়ায় ২০০০ থেকে ২২০০ টাকা। পক্ষান্তরে সিএনজি দ্বারা উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে সেচ কার্যক্রম পরিচালনা করে সেই খরচ নেমে এসেছে ৯০০ থেকে ১০০০ টাকায়। এছাড়া ডিজেল চালিত পাম্প পরিবেশ দূষণ করে আবার পল্লী বিদ্যুতে আছে সীমাহীন লোডশেডিং।

কৃষকদের এই সমস্ত দুরাবস্থার কথা চিন্তা করে এই ২ তরুণ উদ্ভাবক এই ধরনের উদ্যোগ নিয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা বিঘা প্রতি ১৩০০ থেকে ১৫০০ টাকা সাশ্রয় করতে পারে। এ প্রযুক্তির উদ্ভাবক আব্দুর রাজ্জাক সরকার ইত্তেফাককে জানান, অসহায় কৃষকদের রক্ষা করতে এ ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। যদি আমাদের পাশে এসে কোন সরকারি প্রতিষ্ঠান বা দাতা সংস্থা দাঁড়ায় তবে আমরা সারা বাংলাদেশে এই ব্যবস্থায় সেচ কার্য পরিচালনা করতে পারব। প্রকৌশলী সালেহ আহমেদ জানান, এই প্রযুক্তি পরিবেশ বান্ধব এবং খুবই সাশ্রয়ী। তাছাড়া সেচের জন্য বিদ্যুৎ কিংবা ডিজেলের ভরসায় থাকতে হবে না।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক হাসিবুর রহমান জানান, সিএনজি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সেচ পাম্প চালানোর অভিনব পদ্ধতি উদ্ভাবন খুবই প্রশংসার দাবি রাখে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor