Sunday, September 7, 2008

রাজশাহীতে পশু চিকিৎসা ব্যাহত ওষুধ সংকট

০৮.০৯.০৮
।।ইত্তেফাক।। রাজশাহী অফিস

চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় এক বছরের ওষুধ কয়েক মাসেই শেষ হয়ে যায় রাজশাহীর বিভিন্ন উপজেলার পশু হাসপাতালগুলোতে। ফলে পশু চিকিৎসা ব্যাহত হচ্ছে।

রাজশাহী জেলা পশু সম্পদ অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর রাজশাহীতে প্রায় ছয় লাখ টাকার ওষুধ বরাদ্দ দেয়া হয়। স্থানীয়ভাবে কেনা হয়েছে এই ওষুধ। পশু হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য আাধুনিক যন্ত্রপাতি নেই বললেই চলে। পশু পাখির রোগ নির্ণয়ে ডায়াগনস্টিক সুবিধাও পর্যাপ্ত নয়। ব্লাড এনালাইজার, আধুনিক এক্স-রে যন্ত্রপাতি, এনেসথেটিক ইকুইপমেন্ট এগুলোও নেই। পোষা প্রাণী যেমন কুকুর-বিড়ালের ওষুধ নেই বললেই চলে।

রাজশাহী জেলা ও পশু সম্পদ কর্মকর্তা আতাউর রহমান চাহিদা অনুযায়ী অপ্রতুল ওষুধ সরবরাহের কথা স্বীকার করে বলেছেন, পশু চিকিৎসার জন্য ওষুধের সরবরাহ মোটামুটি। চিকিৎসার জন্য আধুনিক যন্ত্রপাতি নেই বললেই চলে। পশু চিকিৎসার জন্য কৃমির ওষুধ ও এন্টিবায়োটিক ওষুধের চাহিদা প্রচুর। কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যায় না। এক বছরের জন্য সরবরাহ করা ওষুধ শেষ হয়ে যায় কয়েক মাসেই।

পশু সম্পদ কর্মকর্তা আরো জানান, পশু চিকিৎসার জন্য সাধারণ কিছু ওষুধ রয়েছে যেগুলি ডিসপেনসারিতে থাকতে হবে। চলতি বছর থেকে স্থানীয়ভাবে ওষুধ কিনে উপজেলাগুলিতে সরবরাহ দিতে বলা হয়েছে। আর যন্ত্রপাতি কেন্দ্রীয় স্টোর খরচ হয় জরুরি রোগি দেখে। তবে এন্টিবায়োটিক ওষুধ শেষ হয়ে যায় দ্রুত। অনেক সময় এমন পরিস্থিতি হয় যে, এক মাসেই ওষুধ শেষ হয়ে যায়। এই পরিস্থিতিতে একটা ওষুধ রোগীকে ফ্রি দিয়ে বাকিটা কিনে নিতে বলা হয়। যাতে করে প্রত্যেকেই কিছু না কিছু ওষুধ পায়। সরবরাহকৃত ওষুধ কতদিন চলে এমন প্রশ্নের জবাবে পশু সম্পদ কমকর্তা জানান, কোন ওষুধ কতদিন চলবে তা বিতরণের ওপর নির্ভর করে। পশু খাদ্য সম্পর্কে তিনি বলেন, পশু খাদ্যের সংকট নেই তবে দাম চড়া। কিন্তু সবুজ ঘাসের সংকট রয়েছে।

প্রতিবছর অতিরিক্ত গরম ও শীত মৌসুমে রাজশাহীর বিভিন্ন গ্রামে এমনকি শহর অঞ্চলেও প্রচুর হাঁস-মুরগির মড়ক দেখা দেয়। এতে গ্রামীণ অর্থনীতি বিপর্যস্ত হয়। যারা গৃহে হাঁস-মুরগি পালন করেন তাদের অভিযোগ পশু হাসপাতালে পশু চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসার বিনিময়ে টাকা নেয়া এবং কোন পশু চিকিৎসক বাড়ি বাড়ি গিয়ে হাঁস-মুরগির পরীক্ষা, ভ্যাকসিন, প্রদান, গরু-ছাগলের চিকিৎসা, গাভীর ডেলিভারি ইত্যাদির জন্য ফি আদায় করে এবং কখনো কখনো ওষুধ না দিয়ে রেজিস্ট্রারে ওষুধের নাম লিখে রাখেন বলে অনেকে অভিযোগ করে থাকেন। তবে পশু সম্পদ কর্মকর্তা অভিযোগগুলো অস্বীকার করে বলেন, এমন অভিযোগ কোথাও থেকে তিনি কখনো পান নি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor