Tuesday, September 2, 2008

মৎস্য খামার প্রকল্পে বিনিয়োগ করছে আরটেক জাপান কোম্পানি

সমকাল প্রতিবেদক

আরটেক জাপান-বাংলা লিমিটেড বাংলাদেশে মৎস্য খামার প্রকল্পে বিনিয়োগ করছে। আগামী কিছুদিনের মধ্যে এ প্রকল্প উৎপাদনে যাবে। গতকাল ঢাকায় আরটেক জাপান-বাংলা লিমিটেড আয়োজিত সংবাদ সম্মেলনে আরটেক জাপানের চেয়ারম্যান ও সিইও হাইদেকি মাতসুবারা এবং ব্যবস্থ’াপনা পরিচালক মোঃ ইব্রাহীম খান এ কথা জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ মে আরটেক জাপান কোম্পানি লিমিটেডের বাংলাদেশ অফিস ‘আরটেক জাপান-বাংলা লিমিটেড’ সরকারি নিবন্ধীকৃত হয়। জাপানি বিনিয়োগকারীদের অর্থায়নে প্রতিষ্ঠিত এই কোম্পানি বাংলাদেশে কৃষি ও শিল্পক্ষেত্রে উৎপাদনমুখী কার্যক্রমের মাধ্যমে সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য বিগত ৩ মাস ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট আরটেক জাপানের চেয়ারম্যান ও সিইও হাইদেকি মাতসুবারা কারওয়ানবাজারে ঢাকা ট্রেড সেন্টারের ১২ তলায় তার বাংলাদেশ লিয়াজোঁ অফিসের উ™ে^াধন করেন। বৃহৎ পরিসরে একটি মৎস্য খামার ব্যবস্থ’াপনা ও উন্নয়নে আরটেক জাপান-বাংলা লিমিটেড জাপানি বিনিয়োগের যথাযথ ব্যবহার করছে। আরটেক জাপানের প্রাথমিক বিনিয়োগের অংশ হিসেবে এই মৎস্য খামার প্রকল্পের সহৃচনা হয়েছে। আশা করা হচ্ছে, এই প্রকল্প আগামী কিছু দিনের মধ্যে উৎপাদনে যাবে। এই প্রকল্পের সফলতার ওপর ভিত্তি করেই জাপানি বিনিয়োগ বাড়বে এবং নতুন নতুন ক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রমের বিস্তার ঘটাব। আরটেক জাপান-বাংলা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইব্রাহীম খান বলেন, তিনি জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের অসীম সম্ভাবনার কথা জানিয়েছেন। অবহিত করেছেন বিভিন্ন স্থ’ানে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও প্রকল্প সম্পর্কে। তারই ধারাবাহিকতায় কোম্পানির চেয়ারম্যান তার কয়েকজন ব্যবসায়ী বন্ধুদের নিয়ে বাংলাদেশে এসেছেন বিনিয়োগের সুযোগ-সুবিধা দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য। গত ৩ দিন তারা বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখে কিছু প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। আরো যাচাই-বাছাই-অনুমানের পর শিগ্গিরই আরো বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor