Saturday, September 6, 2008

সারের দাবিতে ফরিদপুর রাজবাড়ী নড়াইলে কৃষকদের সড়ক অবরোধ, বিক্ষোভ পুলিশের লাঠিচার্জে আহত ৬

০৭.০৯.০৮
।। সমকাল।। সমকাল ডেস্ক
সারের দাবিতে গতকাল শনিবার ফরিদপুর, রাজবাড়ী ও নড়াইলে বিক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ফরিদপুরের মধুখালীতে সার বিতরণকে কেন্দ্র করে কৃষক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হন ৬ কৃষক। রাজবাড়ীর সদর উপজেলায় ডিলারের দোকান থেকে ৪০ বস্টøা সার লুট করে কৃষকরা। নড়াইলের সদর উপজেলায় গত বুধবার বিক্ষুব্ধ কৃষকদের হাতে লাঞ্ছিত হন কৃষি কর্মকর্তা। পরিস্টি’তি নিয়šúণে আনতে সেখানে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। ফরিদপুর থেকে নিজস্ট^ প্রতিবেদক এবং রাজবাড়ী ও নড়াইল প্রতিনিধির পাঠানো খবর :
ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলার দীঘলিয়া বাজারে গতকাল শনিবার সকালে সার বিতরণ নিয়ে কৃষক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হন ৬ কৃষক। পরিস্টি’তি সামাল দিতে জেলা সদর থেকে অতিরিক্ত সার দীঘলিয়ায় পাঠানো হয়েছে। স্ট’ানীয় বাসিন্দারা জানান, ঢাকা-খুলনা মহাসড়ক সংল¹ু দীঘলিয়া বাজারে গোপাল সাহার সারের দোকানে শনিবার ভোর থেকে সার নেওয়ার জন্য ভিড় করতে শুরু করেন কৃষকরা। দোকানে ১১০ জন কৃষককে দেওয়ার মতো মজুদ থাকলেও সার নিতে ভিড় জমান সহস্রাধিক কৃষক। সকাল সাড়ে ৭টার দিকে কৃষকদের সঙ্গে কথা কাটাকাটির সহৃত্র ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে ক্ষুব্ধ কৃষকদের একাংশ। এ সময় পুলিশের লাঠিচার্জে বিল্কèাল (৩৫), শফিকুল (২৫), আদেল (৪০), নজরুল (৩৫), মোশাররফ (২৫) ও দাউদ (৩০) নামে ৬ কৃষক আহত হন।
কৃষি বিভাগ সহৃত্রে জানা যায়, পৌনে এক ঘণ্টা ধরে দীঘলিয়া বাজারে ওই সংঘর্ষের পর কৃষি বিভাগের কর্মকর্তা ও এসির (ল্যান্ড) হস্টøক্ষেপে পরিস্টি’তি শাšø হয়। মধুখালী থানার ভারপ্রাপ্টø কর্মকর্তা নাফিউর রহমান দীঘলিয়ায় কৃষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা অস্ট^ীকার করে বলেছেন, মারমুখী কৃষকদের উছৃগ্ধখল আচরণে উল্কেল্টা পুলিশই কিছুটা শগ্ধকার মধ্যে ছিল। জানা গেছে, সকাল ১০টার দিকে ফরিদপুরের এডিসি (রাজস্ট^) এম আজিজুল ইসলাম জেলা সদর থেকে ১৮০ বস্টøা অতিরিক্ত সার নিয়ে দীঘলিয়া যান।
রাজবাড়ী : সার না পেয়ে রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট বাজারে কৃষকরা একটি সার ডিলারের দোকান থেকে শনিবার সকালে ৪০ বস্টøা সার লুট করে নিয়েছে। এ সময় বিক্ষুব্ধ কৃষকরা প্রায় ৩ ঘণ্টা নিমতলা-কোলারহাট সড়ক অবরোধ করে রাখে। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্ট’লে গেলে কৃষকরা অবরোধ তুলে নেয়।
নড়াইল : তিন দিনের ব্যবধানে নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজারে সারের দাবিতে ৩ শতাধিক কৃষক বিক্ষোভ করেছে। পরিস্টি’তি নিয়šúণে আনতে যৌথ বাহিনী মোতায়েন করা হয়। বুধবার এখানে একই দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও কৃষি কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। কৃষকরা জানান, ডিলারের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছিল শনিবার চাহিদা মোতাবেক সার দেওয়া হবে। সে আশায় গতকাল সেহেরির পরপরই তুলারামপুর বাজারের সার ডিলার মোর্শেদ খান অ্যান্ড সন্সের দোকানের সামনে কৃষকরা জড়ো হন। পরে কৃষকপ্রতি সর্বোচ্চ ১০ কেজি হারে সার দেওয়ার ঘোষণায় ক্ষুব্ধ হয়ে তারা সার না নিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহানারা বেগম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিফাতুল হুসাইন ঘটনাস্ট’লে যান এবং তাদের আশ^াসের ভিত্তিতে কৃষকরা শাšø হয়।
পরে কৃষকদের মধ্যে ১০ থেকে সর্বোচ্চ ২৫ কেজি পর্যšø সার বিতরণ করা হয়।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor