Saturday, September 6, 2008

নেতিবাচক প্রভাব বাংলাদেশেও II জলবায়ু পরিবর্তন

উপসম্পাদকীয়
০৭.০৯.০৮
এমএ সাত্তার ভূঁইয়া

ত্রক্রমাগত জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ^ব্যাপী প্রাণিকুলের অস্টিøÍ^ এখন প্রচ- হুমকির সল্ফ§ুখীন। প্রাণিকুলের অস্টিøÍ^ রক্ষায় এখন সচে®দ্ব সারাবিশে^র কোটি কোটি মানুষ। বিজ্ঞানীদের মতে, ™^ীপরা®দ্ব্র ও অপেক্ষাকৃত নিচু এলাকার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব তীব্র আকার ধারণ করছে। ঋতুর দেশ বাংলাদেশÑ কথাটা কতটা যুক্তিযুক্ত ছয় ঋতুর দেশ আমাদের এই দেশে। ঋতুর পালাবদলের নান্দনিক দোলা লাগত এ দেশের আপামর জনসাধারণের সজীব প্রাণে। বাঙালির হƒদয়ে দোলা জাগানো বর্ষা ঋতুর আগমনী বার্তা নিয়ে প্রকৃতি সাজত বর্ষার কদম আর চালতার ফুলে। কিন্তু অত্যšø পরিতাপের হলেও সত্য যে, জলবায়ু পরিবর্তনের ফলে আমরা আজ হারাতে বসেছি আমাদের প্রকৃতির সংস্ট‹ৃতিকে।
বাংলাদেশের চারপাশের একপাশ জলরাশি ™^ারা বে®িদ্বত। বাংলাদেশকে একটি নিচু দেশ বলা চলে। আমাদের ভৌগোলিক সীমারেখা ও অবস্ট’ান নিচুÑ এ কথা সর্বজনস্ট^ীকৃত। তাহলে আমাদের জন্য জলবায়ু পরিবর্তন মোটেও কাম্য নয়। উত্তপ্টø হচ্ছে পৃথিবী। তাপমাত্রা বাড়ছে বিশ^জুড়ে, বাংলাদেশের বর্তমান গড় তাপমাত্রাও বাড়ছে। শুষ্ফ‹ মৌসুমে নদীর প্রবাহ মারাͧকভাবে হ্রাস পায় এবং সমুদ্র উপকূলবর্তী ও নদী-তীরবর্তী এলাকায় বন্যার প্রবণতা এবং ঝড়ঝাপ্টল্টার পরিমাণ ব্যাপকভাবে বৃ™িব্দ পায়। এরই ধারাবাহিকতায় এ দেশের এবং এ অঞ্চলের প্রাকৃতিক স¤ক্সদ ও প্রাণিকুলের ওপর মারাͧক নৈতিবাচক প্রভাব পড়বে বলে পরিবেশ বিজ্ঞানীদের ধারণা।
সা¤ক্স্রতিক ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সংত্রক্রাšø এক বিবৃতিতে মানব অধিকার ও সেবামহৃলক সংস্ট’া ইকোর প্রতিনিধি লিথাইস বলেন, ভৌগোলিক কারণেই বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ভয়াবহ বিপর্যয়ের সল্ফ§ুখীন হয়েছে। এ ধরনের পরিস্টি’তি থেকে এই বিশাল জনগোষ্ঠীকে রক্ষায় উল্পুত বিশ^কে একযোগে কাজ করতে হবে। উত্তর মেরুর জমাট বরফ গলছে। সমুদ্রের জল যে মাত্রায় বাড়ছে, তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্টø হবে বাংলাদেশ ও মাল™^ীপ। পুরো দেশ দুটি সমুদ্রের জলসীমার সামান্য ওপরে। জলবায়ু পরিবর্তনের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা সবাই জড়িত। অতি সা¤ক্স্রতিক প্রকাশিত চতুর্থ অংংবংংসবহঃ জবঢ়ড়ৎঃ অনুযায়ী আগামী ২০৫০ সাল নাগাদ দক্ষিণ এশিয়ার নদীগুলোয় পানির প্রবাহ আশগ্ধকাজনক হারে কমে যাবে। ফলে অনেক নদী শুকিয়ে মারা যেতে পারে। এছাড়া বাতাস থেকে অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড গ্রহণের ফলে সমুদ্রে এসিডের পরিমাণ বেড়ে যায়। যার ফলে বন্যা ও জলোচ্ছ্বাস মারাͧকভাবে রূপ নেয়। এ ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার এক শ’ কোটিরও বেশি লোক ব্যাপক ক্ষয়ক্ষতির সল্ফ§ুখীন হতে পারে। এতে করে কলেরা, ম্যালেরিয়ার মতো ভয়াবহ রোগ ছড়িয়ে যেতে পারে। সারাদেশে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। যাতে করে প্রতিনিয়ত নতুন নতুন রোগের সংত্রক্রমণ হচ্ছে। বিজ্ঞানীদের মতে, এক গ্যালন পেট্রোল জ্বালালে যে পরিমাণ অক্সিজেন ন®দ্ব হয়, এর জোগান দিতে ১০টি গাছের প্রয়োজন হয়। আমাদের প্রয়োজনের তুলনায় বনভূমি তো এমনিতেই নেই, সেখানে অতিরিক্ত বনভূমির কথা ভাবাই বৃথা। জলবায়ুর পরিবর্তনের ফলে বিশে^ যে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, এর ফলে বেশি ক্ষতিগ্রস্টø হচ্ছে বাংলাদেশের মানুষ। এতে ১৬ শতাংশ জমি হারিয়ে যাবে আর ১৩ শতাংশ মানুষ হবে গৃহহীন।
বিজ্ঞানী ড. মোঃ ইউসুফ জাতিসংঘের উ™ব্দৃতি দিয়ে জানান, জলবায়ু পরিবর্তন আগের চেয়ে গতিশীল বন্যা ও ঘহৃর্ণিঝড় বেড়ে যাওয়ায় রোগের প্রকোপ বেশি, তাই দেশের ১৩টি জেলায় তিন কোটি মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে আছে এবং স্ট^াভাবিকভাবে বিশে^ প্রতি বছর তিন শতাংশ হারে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃ™িব্দর ফলে উপকূলীয় বিশাল এলাকা ডুবে গিয়ে নগরায়ন বৃ™িব্দ পাবে। যুক্তরা®েদ্ব্রর স্ট^াস্ট’্য বিভাগের সা¤ক্স্রতিক জরিপের আলোকে Í^কের ক্যান্সার হচ্ছে শুধু জলবায়ু পরিবর্তনের প্রভাবে। প্রকৃতির অপার করুণা, পৃথিবীতে প্রাণিজগতের বসবাসের উপযোগিতার পেছনে আবহাওয়ার প্রয়োজনীয়তা অনস্ট^ীকার্য। জলবায়ুর ত্রক্রমাগত পরিবর্তন ও আচরণ আজ মানুষের মনে রহস্যঘেরা। জলোচ্ছ্বাস ও ঘহৃর্ণিঝড়ে পৃথিবীতে যে পরিমাণ ক্ষতি হয় তার ৯৫ ভাগই এ দেশে। আশার কথা হলো, সা¤ক্স্রতিক মার্কিন বিজ্ঞানীরা এক গবেষণায় দেখতে পেয়েছেন, কোনো স্ট’ানে ভূমিক¤ক্স হওয়ার কয়েক ঘণ্টা আগেই ওই অঞ্চলে কিছু ভূতাত্ত্বিক পরিবর্তন দেখা যাবে। ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিসের ভূস্টøরের ফাটল নিয়ে গবেষণার সময় বিজ্ঞানীরা এমনটি দেখতে পান। জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে জি-৮ কোনো ভালো উদ্যোগ নিতে না পারলেও সা¤ক্স্রতিক জি-৮ সল্ফে§লনে প্রধান উপদে®দ্বা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, অভিল্পু কিন্তু নিজস্ট^ দায়িÍ^বোধের অলগ্ধঘনীয় নীতিকে উপরে তুলে ধরে তার সদস্যকে আঞ্চলিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। সদ্য সমাপ্টø সার্ক শীর্ষ সল্ফে§লনে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের পক্ষে কথা বলেছেন। পরিবেশবাল্পব্দব টেকসই প্রযুক্তি প্রয়োগ ও
ঐকাšিøক প্রচে®দ্বাই পারে জলবায়ুর পরিবর্তনরোধে সহযোগিতা করতে আর জনসচেতনতার কথা তো বাড়িয়ে বলার অপেক্ষাই রাখে না।
হ লেখক : নিবল্পব্দকার

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor