Saturday, September 6, 2008

আবহাওয়া পরিবর্তনে আতঙ্কিত না হয়ে কৃষি গবেষণায় উদ্যোগী হতে হবে।। বিনায় কৃষিবিজ্ঞানীদের অভিমত

07.09.08
।। যায়যায়দিন।।
বাকৃবি প্রতিনিধি

বিগত একশ বছরে বাংলাদেশের গড় তাপমাত্রা এক থেকে দেড় ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বৃষ্টিপাত অনিয়মিত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রকোপ বেড়েছে। আবহাওয়া পরিবর্তনজনিত এসব দুর্যোগে প্রত্যাশিত মাত্রায় ফসল উৎপাদন দারুণভাবে ব্যাহত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে পরিকল্পিত কৃষি গবেষণার মাধ্যমে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব।
শনিবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটে (বিনা) পাঁচ দিনব্যাপী বার্ষিক কৃষি গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিজ্ঞানীরা এ কথা বলেন।
বিনা মিলনায়তনে প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ আকমল হোসেন আজাদ (পিপিসি)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক আবদুল হালিম খান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং-এর পরিচালক কৃষিবিদ মো. আবদুল মজিদ বিশ্বাস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য পরিচালক (বীজ) কৃষিবিদ মো. গোলাম মোস্তফা। বিনার গবেষণা সমন্বয়ক ড. এম. এ সাত্তারের পরিচালনায় ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিনার পরিচালক (গবেষণা) ড. এম সায়েদুর রহমান ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিনার পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. আহমদ আলী হাছান।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor