Thursday, September 4, 2008

বার্ড ফ্লু আতঙ্কে ঋণ দিচ্ছে না ব্যাংক পাঁচ বছরেও চূড়ান্ত হয়নি পোল্ট্রি উন্নয়ন নীতিমালা

০৩.০৯.০৮
।। ডেসটিনি ।।
শফিকুল ইসলাম

গত ৫ বছরেও চূড়ান্ত হয়নি পোল্ট্রি উন্নয়ন নীতিমালা। এদিকে বার্ড ফ্লু আতঙ্কের কারণে এ সেক্টরে ঋণ দিচ্ছে না বাণিজ্যিক ব্যাংকগুলো। সংশ্লিষ্টরা বলছেন, পোল্ট্রি শিল্পের সুদিন ফিরিয়ে আনতে পোল্ট্রি সংশ্লিষ্ট উপকরণগুলো সহজলভ্য ও মান নিয়ন্ত্রণ করতে হবে। পুনঃবিনিয়োগে খামারিদের উৎসাহিত করতে হবে। পোল্ট্রি শিল্প স্থাপন ও পরিচালনার প্রশ্নে জৈব নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সহায়তাকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকির দায়িত্ব নিতে হবে।
অন্যদিকে দেশে পর্যাপ্ত ল্যাব না থাকায় ব্যবসায়ীদের ভ্যাকসিন আমদানির অনুমতি দিচ্ছে না সরকার। পোল্ট্রি শিল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী শীতে দেশে যাতে বার্ড ফ্লুর আক্রমণ পোল্ট্রি খামারের ক্ষতি করতে না পারে সে লক্ষ্যে ব্যবসায়ীরা প্রতিরোধক টিকা ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’ আমদানি করতে চাইলেও সরকার অনুমতি দিচ্ছে না। এছাড়া বার্ড ফ্লুতে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ব্যবসায়ীদের ব্রিডার্স, ফিড এবং ওষুধ কেনার জন্য সহজ শর্তে ঋণ দেয়ার জন্য মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় থেকে বলা হলেও ব্যাংকগুলো তা মানছে না। উল্টো বার্ড ফ্লু আতঙ্কে ঋণ দেয়া অনেকটাই তারা বন্ধ করে দিয়েছে। এছাড়া পশুসম্পদ উন্নয়নের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখলেও তা কিভাবে ব্যয় হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। এমনকি আমদানিনির্ভরতা কাটিয়ে পোল্ট্রি ও
পোল্ট্রিজাত দ্রব্যাদি রফতানির কৌশল প্রণয়ন করে ‘জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা’ ২০০৩ সালে চূড়ান্ত করা হলেও অদৃশ্য কারণে তা আজও আলোর মুখ দেখেনি।
এদিকে পোল্ট্রি শিল্প মালিক সমিতি ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সূত্র জানিয়েছে, বার্ড ফ্লুর মরণথাবা ও পোল্ট্রি খাদ্যের অস্বাভাবিক দাম বাড়ার কারণে গত বছরের মার্চের পর থেকে এ পর্যন্ত বন্ধ হয়েছে দেশের প্রায় ২ লাখ ১০ হাজার মুরগির খামার। বেকার রয়েছে খামারসংশ্লিষ্ট প্রায় ২০ লাখ কর্মী। বর্তমানে নাজুক অবস্থায় টিকে আছে ১ লাখ ৬৫ হাজার খামার। এর মধ্যে বন্ধের উপক্রম আরও প্রায় ৭০ হাজার খামার।
ওয়ার্ল্ড পোল্ট্রি ফোরাম বাংলাদেশের সভাপতি মশিউর রহমান জানান, বার্ড ফ্লু প্রতিরোধক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন উদ্ভাবন করা হলেও বাংলাদেশ সরকার তা আমদানির অনুমতি দিচ্ছে না। অথচ ভিয়েতনাম, হংকং, চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, ফ্রান্স, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ এসব টিকা উৎপাদন ও আমদানি করছে।
কৃষি উপদেষ্টা ড. সি এস করিম বলেন, সরকার বার্ড ফ্লু সম্পূর্ণভাবে নিরাময়ের জন্য টিকা আমদানির পক্ষে নয়। কারণ টিকা আসলে বার্ড ফ্লু দেশে একটি স্থায়ী রোগে পরিণত হতে পারে। এ ছাড়া আমদানি করা টিকা কতটুকু মানসম্মত তাও নিশ্চিত করার জন্য ল্যাব দেশে নেই। আর টিকায় বার্ড ফ্লু নির্মূল হবে এমন তথ্যটিও সম্পূর্ণ সঠিক নয়।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor