Saturday, September 6, 2008

লালমনিরহাটে মৎস্য পোনা উৎপাদন খামার নেই

০৭.০৯.০৮
।।ডেসটিনি।। লালমনিরহাট প্রতিনিধি

প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও লালমনিরহাট জেলা মৎস্য পোনা উৎপাদন খামার না থাকায় প্রয়োজনীয় উৎপাদন ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় একতৃতীয়াংশ মৎস্য উৎপাদন হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় ১ হাজার ২শত ২৮ হেক্টর আয়তন বিশিষ্ট ৫ হাজার ৮৪১টি পুকুর রয়েছে। যার মধ্যে নিম্ন জলাশয়ের আয়তন ২ হাজার ৫০০ হেক্টর জমি। খাস পুকুরের সংখ্যা ১২৩টি। আয়তন ২৩৩ হেক্টর। এ ছাড়াও হাওড়-বাঁওড়ে রয়েছে জনসংখ্যা। এ জেলায় প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরকারিভাবে মাছ চাষের উদ্যোগ নেয়া হয়নি। জেলা মৎস্য অফিসগুলো মৎস্য চাষিদের আধুনিক পদ্ধতির মৎস্য চাষ সম্পর্কে প্রশিক্ষণ দেয়ারও উদ্যোগ নেই। ইতিমধ্যে জেলার কালীগঞ্জ উপজেলার কয়েকটি দীঘি সংস্কারের নামে ২০০ মে. টন গম নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এটা নিয়ে কয়েক দফা অভিযোগ দেয়ার পরও রহস্যজনক কারণে তদন্ত পর্যন্ত হয়নি। এভাবে প্রতিবছর কৃষকদের ম্যানেজ করে তাদের পুকুর বা জলাশয় সংস্কারের জন্য বরাদ্দ আনা তদবির নিয়েই তাদের অফিশিয়াল ব্যস্ততা। মৎস্যজীবীদের উন্নয়নে এবং তাদের ব্যাপারে কি কি পদক্ষেপ নেয়া হচ্ছে সে ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো তথ্য প্রদান করবেন না বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।
মৎস্য চাষিদের চাহিদা মোতাবেক লোন, আধুনিক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রকৃত মৎস্য চাষিদের মধ্যে সরকারিভাবে নিয়মিত তদারকি মাছের রোগবালাই দূরীকরণে প্রয়োজনীয় ওষধ সরবরাহ, পোনা মাছ বিক্রয়ের ব্যাপারে সতর্ক থাকা, কারেন্টজাল ব্যবহার কঠোর হওয়াসহ কর্মকর্তাদের জবাবদিহির ব্যাপারে নিশ্চিত করতে পারবেন।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor