Tuesday, September 2, 2008

প্রতিদিন ২শ’ মণ পেয়ারা বিক্রি হয় বরিশালের ফুটপাতে

প্রতিদিন ২শ’ মণ পেয়ারা বিক্রি হয় বরিশালের ফুটপাতে
যায়যায়দিন বরিশাল অফিস
বাংলার আপেল নামে খ্যাত দক্ষিণাঞ্চলের পেয়ারার উৎপাদন এবার কম। তাই দামও অন্যান্য বছরের তুলনায় বেশি। তা সত্ত্বেও প্রতিদিন ২ শতাধিক মণ পেয়ারা বিক্রি হচ্ছে বরিশাল নগরীর ফুটপাতের দোকানগুলোতে। দোকানিরা দিনের বিক্রি শেষ করে আবার চলে যায় আটঘর কুড়িয়ানার পেয়ারার বাগানে। সিডরে অন্যান্য সম্পদের মতো দক্ষিণাঞ্চলের পেয়ারা বাগান আটঘর কুড়িয়ানা অঞ্চলেও ব্যাপক ক্ষতি করেছে। সিডরের কারণে এবার পেয়ারার উৎপাদনও কম হয়েছে। তা সত্ত্বেও প্রতিদিন প্রায় ১০০ পেয়ারা ব্যবসায়ী পেয়ারা নিয়ে বরিশালে আসছেন। তারা নগরীর ফুটপাতগুলোতে পেয়ারা বিক্রি করে আবার রাতেই ফিরে যান ঝালকাঠি ও স্বরূপকাঠির বিস্তীর্ণ বাগান অঞ্চলে। আবার সকালে পেয়ারা নিয়ে বসে যান নগরীর ফুটপাতগুলোতে। ঝালকাঠির আটঘর ইউপির কাঁচাবালিয়া গ্রামের ব্যবসায়ী আঃ রব হাওলাদার (৬০) প্রতিদিন ২ মণের অধিক পেয়ারার ঝুড়ি নিয়ে বসে পড়েন নগরীর ব্যস্ততম সদর রোডের টাউন হলের সামনে। পেয়ারা চাষ ও বিক্রির সঙ্গে জড়িত এ ব্যবসায়ী জানান, তার নিজের প্রায় ৮ কাঠা জমির ওপর ছোট একটি বাগান রয়েছে। নিজের বাগান ও অন্যদের কাছ থেকে কিনে তা বরিশাল শহরে বিক্রি করেন। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন তাদের সঙ্গে এভাবে আরো শতাধিক ব্যবসায়ী পেয়ারা নিয়ে বরিশাল নগরীর বিভিন্ন প্রান্তে পেয়ারা বিক্রি করেন। এদের অধিকাংশের বাড়ি স্বরূপকাঠি, বানারীপাড়া, ঝালকাঠি ও বরিশাল শহরের আশপাশে। ব্যবসায়ীরা জানান, এবার পেয়ারার উৎপাদন হয়েছে অনেক কম। গত বছর যে বাগান থেকে ২ লাখ টাকার পেয়ারা পাওয়া গেছে এবার সে বাগান থেকে ৬-৭ হাজার টাকারও পেয়ারা পাওয়া যাচ্ছে না। ফলে এ বছর বরিশালে পেয়ারা বিক্রি হচ্ছে গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ দামে। ব্যবসায়ীরা বলছেন, গত বছর পেয়ারা বাগানে যে পেয়ারা বিক্রি হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা মণ দরে, এবার তা বিক্রি হচ্ছে ৫২০ থেকে ৫৫০ টাকা মণ দরে। তবে আশার কথা শুনিয়েছেন পেয়ারা চাষী ও ব্যবসায়ীরা। তারা জানান, এবার ফলন কম হলেও বিলম্বে কিছু বাগানে ফুল আসায় এ বছর পেয়ারার মৌসুম দীর্ঘায়িত হবে। তাদের ধারণা আশ্বিন-কার্তিক মাস পর্যন্ত এ বছর বাজারে পেয়ারা পাওয়া যাবে। গত কয়েক বছর ধরে ভাদ্র মাসের শেষের দিকেই পেয়ারা ফুরিয়ে যেতো। নগরীর ফুটপাতের পেয়ারা ব্যবসায়ীরা জানান, বর্তমানে তারা খুচরা বাজারে প্রতি কেজি পেয়ারা ২০ থেকে ৩০ টাকা বিক্রি করেও প্রতিদিন তাদের জনপ্রতি লাভ হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor