Wednesday, September 10, 2008

কুতুবদিয়ায় কৃত্রিম সার সংকট

১১.০৯.০৮
।। ডেসটিনি ।। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় মাঠ পর্যায়ে সার বিতরণে খরচ না পোষানোয় লোকসানের আশঙ্কায় কুতুবদিয়ায় সার বিতরণ বন্ধ করে দিয়েছে বিক্রয় প্রতিনিধিরা। চলতি আমন মৌসুমে সার না পেয়ে বিপাকে পড়েছে উপজেলার কৃষককুল। জানা গেছে কুতুবদিয়া উপজেলায় ইউরিয়া সার বিতরণে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ডিলার রয়েছে একজন। এছাড়া উপজেলার ৬টি ইউনিয়নে মাঠ পর্যায়ে সার বিতরণের জন্য নিয়োগ করা হয়েছে ৯ বিক্রয় প্রতিনিধি। সরকারিভাবে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা ইউরিয়া সারের ডিলার পর্যায়ে দাম নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা। প্রতি বস্তা সারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এদিকে বিক্রয় প্রতিনিধিরা জানিয়েছেন সার পরিবহন ও বিতরণে বস্তাপ্রতি তাদের খরচ পড়ে ৬৪ টাকারও বেশি। অথচ এক বস্তা ইউরিয়া সারে তাদের লাভ মাত্র ১০টাকা। গত মে, জুন ও জুলাই মাসে সার বিতরণে লোকসানের সম্মুখীন হওয়ায়, চলতি সেপ্টেম্বর মাসে বিতরণের জন্যে সার নিচ্ছে না বিক্রয় প্রতিনিধিরা। এর ফলে চলতি আমন মৌসুমে সার না পেয়ে বেকায়দায় পড়েছে কৃষকরা। কুতুবদিয়ায় নিয়োগপ্রাপ্ত সার ডিলার মোহাম্মদ হাশেম জানান আগস্ট মাসে বরাদ্দ পাওয়া ৩ হাজার ২০০ বস্তা ইউরিয়া সার বর্তমানে তার হাতে মজুদ আছে। লোকসানের আশঙ্কায় বিক্রয় প্রতিনিধিরা বরাদ্দ পাওয়া সার গ্রহণ না করায় এই সারের মজুদ রয়ে গেছে। চলতি সেপ্টেম্বর মাসে আরও ৩ হাজার বস্তা সার বরাদ্দ পাবেন তিনি। বিতরণ করা না গেলে এই বিপুল পরিমাণ সার নিয়ে বিপাকে পড়তে হবে তাকে। উপজেলা কৃষি কর্মকর্তা মর্তুজা আলী জানিয়েছেন বরাদ্দ পাওয়া সার গ্রহণ না করার জন্য বিক্রয় প্রতিনিধিদের গত ৩ সেপ্টেম্বর চিঠি দিয়েছেন তিনি। এদিকে বিক্রয় প্রতিনিধিরা তাদের লোকসানের বিষয়টি সুরাহা করার দাবিতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেছেন; কিন্তু সার মজুদ থাকার পরও মাঠ পর্যায়ে সার না পেয়ে আমন চাষিরা বেকায়দায় পড়েছেন।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor