Sunday, September 7, 2008

দক্ষিণাঞ্চলে মৎস্য চাষ উন্নয়নে এক যুবকের প্রশংসনীয় উদ্যোগ

০৮.০৯.০৮
।।ইত্তেফাক।। যশোর অফিস

একজন দরিদ্র মানুষ আশরাফ হোসেন হান্টু। তার চিন্তা কিভাবে মাছ চাষের উন্নতি করা যায়, কৃষি জমি নষ্ট না করে চাষ সম্প্রসারণ করা যায়। নিজের তৈরি অক্সিজেন সরবরাহ যন্ত্র, কয়েকটি ওষুধ, পানি পরীক্ষা যন্ত্র।

যশোরের চাঁচড়ার মৎস্য ভান্ডারে জন্মগ্রহণকারী হান্টুর ছোটবেলা থেকেই ভাবনা ছিল মাছ চাষ। পিতা মারা যাওয়ার পর ৯ ভাইয়ের পরিবার সামাল দিতে যেয়ে তার লেখাপড়া বেশিদূর এগোয়নি। মাত্র ৮ম শ্রেণীতে যেয়ে থেমে যায়। দারিদ্র্য মোকাবেলা করতে যেয়ে নিজে মাছ চাষে যুক্ত হতে না পারলেও মাছ চাষের উন্নয়নে তার চিন্তা ও আবিষ্কার থেমে থাকেনি। চাষের উন্নতির জন্য প্রশিক্ষণ গ্রহণ করতে তিনি ছুটে গেছেন ভারতে। সেখান থেকে ফিরে এসে তৈরি করেছেন অক্সিজেন সরবরাহ যন্ত্র, পানির জৈব খাদ্য পরিমাপক যন্ত্র, মাছ পরিবহন যন্ত্র, ও কয়েক প্রকার ওষুধ। এগুলো নিয়েই তিনি খুলেছেন ফিস হাসপাতাল। কোন বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, সম্পূর্ণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে এ হাসপাতালকে দাঁড় করাতে চান তিনি। হান্টু মনে করেন, মাছ চাষ বিশেষ করে চিংড়ি চাষে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদন বর্তমানের চেয়ে ৫ গুণ বাড়ানো সম্ভব।

নগরায়ন ও শিল্পায়নের ফলে প্রতিনিয়ত কৃষি জমির উপর চাপ বাড়ছে। দক্ষিণাঞ্চলে কৃষি জমি কমে যাওয়ার প্রধান কারণ নতুন নতুন ঘের কেটে মাছ চাষ। হান্টু এ ঘের কাটার প্রবণতা বন্ধ করে পুরানো ঘেরে আধুনিক প্রযুক্তির প্রচলন করতে চাচ্ছেন। মূলত এজন্যই তার হাসপাতাল প্রতিষ্ঠা। তবে এ হাসপাতালের কোন অবকাঠামো নেই। তিনিই হাসপাতাল। তার টার্গেট চিংড়ি চাষ এলাকায় গিয়ে চাষীদের আধুনিক চাষের কথা বোঝানো। হান্টু জানান, প্রচলিত চাষাবাদ পদ্ধতিতে মৎস্যচাষীরা অনুমানের ভিত্তিতে মাছের খাবার ও অক্সিজেন দিয়ে থাকেন। যার কারণে সঠিক সময়ে মাছ সঠিক খাবার পায় না। এতে মাছের বৃদ্ধি কাঙিক্ষত মানে হয় না। হান্টু অনুমানের পরিবর্তে বৈজ্ঞানিক ভিত্তি চালু করতে চান। একই সাথে তিনি চিংড়ির রোগ নির্মূল, মাটি ও পানির গুণগত মান নির্ধারণ, সুষম খাদ্য সরবরাহ নিশ্চিত করতে চাষি সচেতন করার দায়িত্ব নিয়েছেন। ঘুরছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রান্তে। চাষিদের সচেতন করাই তার একমাত্র লক্ষ্য। তবে এ কাজে তার সবচেয়ে বেশি প্রয়োজন গ্রহনযোগ্যতা। তার বেশভুষা দেখে বোঝার উপায় নেই মৎস্য চাষ সম্পর্কে তার জ্ঞানের পরিধি। প্রথম দর্শনেই চাষিরা যাতে মুখ ঘুরিয়ে না নেয় সেজন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন। ইতিমধ্যে তার তৈরি অক্সিজেন সরবরাহ যন্ত্র ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor