Tuesday, October 28, 2008

কুড়িগ্রামে সাড়ে ৬ হাজার হেক্টর জমির ধান গাছ নুয়ে পড়েছে

২৮.১০.০৮
যায়যায়দিন ।। কুড়িগ্রাম প্রতিনিধি

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামে ২ দিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি। হিমেল হাওয়া ও টানা বর্ষণে জনজীবন হয়ে পড়ে বিপর্যস্ত। জেঁকে বসেছে শীত। বেড়ে গেছে সর্দি, কাশি ও নিউমোনিয়াসহ শ্বাসপ্রণালির প্রদাহ ইত্যাদি রোগের প্রকোপ। সদর হাসপাতালে জন্মকালীন শ্বাসকষ্টের কারণে মার গেছে নিউ বাবু নামের এক সদ্যজাত শিশু। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুদিন ধরে বন্ধ আছে চিলমারী থেকে বাহাদুরাবাদ, চিলমারী-রৌমারী, চিলমারী-রাজিবপুর এবং অভ্যন্তরীণ সব রুটের নৌ চলাচল। ফলে এসব এলাকার যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। এছাড়াও প্রচ- বাতাসে দুধ ও পাকা পর্যায়ে থাকা ৬ হাজার ৪৯৫ হেক্টর আমন ধান গাছ মাটিতে নুইয়ে পড়েছে। ফলে এসব ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় কৃষি বিভাগ সোমবার ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor