Tuesday, October 28, 2008

চা বাগানসমূহের অনুকূলে আজ ৫ হাজার টন ইউরিয়া সার সরবরাহ শুরু

২৮.১০.০৮
ইত্তেফাক ।। তথ্য বিবরনী

দেশের চা বাগানসমূহের অনুকূলে চলতি বছর প্রাতিষ্ঠানিক কোটায় বরাদ্দকৃত ৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আজ থেকেই সরবরাহ করা শুরু হবে। সোমবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ টি এসোসিয়েশন নেতৃবৃন্দ এবং বিসিআইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল এসিস্ট্যান্ট টু চিফ এডভাইজার মাহবুব জামিল বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শিল্প সচিব শেখ এনায়েতউল্লাহ, বিসিআইসি’র চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান, বাংলাদেশ টি এসোসিয়েশনের চেয়ারম্যান এম সালমান ইস্পাহানী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাঃ সাফওয়ান চৌধুরী, এম শাহআলম, শফিক এ চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিসিআইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor