Tuesday, October 7, 2008

ঝালকাঠিতে এক হাজার একর জমির সেচ সুবিধা নিশ্চিত

০৭.১০.০৮
যায়যায়দিন ।। ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার কাবিখা ও কাবিটা প্রকল্পের অংশ হিসেবে রাস্তা বানানোর জন্য ফসলি জমির মাটি না কেটে ৯টি খাল পুনর্খনন করেছেন। ফলে এক হাজার একর জমির সেচ সুবিধা নিশ্চিত হয়েছে। গাবখান-ধানসিঁড়ি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের বরাদ্দকৃত কাবিখা ও কাবিটার ৯টি প্রকল্প বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার ফসলী জমির উর্বরা মাটি কেটে রাস্তা বানাতে না দিয়ে ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত কিন্তু ভরাট হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ খালগুলো পুনর্খনন করিয়ে সে মাটি দিয়ে রাস্তা নির্মাণ করিয়েছেন। এর ফলে সেরয়র খাল, ভাড়ানি খাল, বলের খাল, বোরূপয়সার খাল, দেউলকাঠি খাল, দগিরার খাল, হেড়োর খাল, মোল্লার ভাঙ্গা ও বেরপয়রা ভাঙ্গার গভীরতা বেড়ে গেছে। ফলে এসব খাল দিয়ে আবার পানি চলাচল শুরু হয়েছে। এ কারণে পাঁচশরও বেশি কৃষক ও কৃষিজীবী পরিবারের প্রায় এক হাজার একর কৃষি জমিতে শুষ্ক মৌসুমসহ সারা বছর চাষাবাদের পানি প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে। পাওয়ার পাম্প ও পাওয়ার টিলার চালানো জ্বালানি তেলের ঘাটতি ও চড়া মূল্যের হাত থেকে রেহাই পেয়ে বিনামূল্যে চাষাবাদের পানি সুবিধা পাওয়ায় এ ইউনিয়নের কৃষকরা দারুণ খুশি ও স্বস্তি প্রকাশ করেছেন।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor