Monday, October 27, 2008

‘সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি’ প্রণয়ন ও বাস্তবায়নের দাবি

২৭.১০.০৮
।। ইত্তেফাক রিপোর্ট ।।

গ্রামীণ জীবনযাত্রা ও দেশের খাদ্য নিরাপত্তার স্বার্থে কৃষকদের টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য ‘সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি’ প্রণয়ন ও তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন রাজনীতিবিদ ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে ‘ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুডস (সিএসআরএল)’ এবং ‘কর্মজীবী নারী’ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বিদ্যমান ১৭টি কৃষি বিষয়ক নীতির মধ্যে বিরোধ ও অসামঞ্জস্যতা পরিহার এবং বিশ্বায়ন, খাদ্য নিরাপত্তা, গ্রামীণ জীবনযাত্রার উন্নয়নের জন্য সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি বাস্তবায়ন প্রয়োজন।

সিএসআরএল এবং কর্মজীবী নারী’র সভাপতি শিরীন আখতারের সভাপতিত্বে সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. এম আব্দুর রাজ্জাক, ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, গণফোরাম সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য, কৃষক লীগের সভাপতি মির্জা আব্দুল জলিল, সিএসআরএল’র সদস্য সচিব জিয়াউল হক মুক্তা, জাতীয় কৃষক জোটের সভাপতি ইকবাল হোসেন খান, জাতীয় কৃষক জোটের যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম বাবু, জাতীয় কৃষক সমিতির সভাপতি আনিসুর রহমান মল্লিক, ভূমিহীন সমিতির সভাপতি সুবল সরকার, বাংলাদেশ কৃষি ফার্ম ফেডারেশনের সভাপতি নূরুল আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় দেশের ৩০টি কৃষি-প্রতিবেশ অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মতামতের ভিত্তিতে প্রণীত সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচির খসড়া উপস্থাপন করেন উন্নয়ন গবেষক শাহীন রহমান।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor