Friday, February 27, 2009

চকচকে মোড়কে ভরে বিক্রি করা নিম্নমানের বীজ কিনে কৃষকরা বারবারই ঠকেছেন

১৯.০২.০৯
ডেসটিনি ।। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

রকমারি ফসলের মধ্যে নানা নামে চকচকে মোড়কে ভরে বিক্রি করা নিম্নমানের বীজ কিনে কৃষকরা বারবারই ঠকেছেন। এবার বাসরী জাতের সরিষা আবাদ করে দামুড়হুদা এলাকার কৃষকরা প্রত্যাশিত ফলন না পেয়ে হতাশ হয়েছেন। তারা বলেছেন, বাসরী জাতের সরষের বীজ বাজার থেকে কিনে আবাদ করার পর গাছের ধরন দেখে আবাদ ভালো হওয়ার স্বপ্ন জাগে। ফুলও ধরে বেশি। কিন্তু ফলে নেই সরিষা। অথচ যখন বীজ কেনা হয় তখন বিক্রেতারা ভালো ফলন হবে বলে প্রচার করে বাসরী জাতের তুলনাই বিএডিসির পাক্কারাম জাতের সরিষা ফলন বেশ ভালো হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সরষে চাষের আবাদ লক্ষমাত্রা অতিক্রম করে। ১ হাজার ৩৬০ হেক্টর জমিতে সরষে আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৯৪৫ হেক্টর জমি। সরষের আবাদ দেখে কৃষকদের মধ্যে লাভের আশা জাগে। বিশেষ করে বাসরী জাতের সরষের আবাদের জমিতে সরিষা গাছ ও ফুল দেখে। কৃষকের মুখে হাসি ফুটতে শুরু করে। অবাক হলেও সত্য যে গাছ ও ফুলের তুলনায় ফলের মধ্যে কোনো সরিষা নেই। যারাই বাজার থেকে বাসরী জাতের বীজ কিনে সরিষা আবাদ করেছে তাদের দশা এবার একেই রকম। বীজ বিক্রেতাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যাশিত সরিষা না পেয়ে কৃষকরা ক্ষুব্ধ। তারা বলছেন, কৃষকদের সঙ্গে বীজ ও কীটনাশক বিক্রেতাদের প্রতারণা থেমে নেই। বীজ বিক্রয়ের সময় লোভনীয় নানা প্রতিশ্রুতি দিয়ে বীজ বিক্রয় করে। সেই বীজ নিয়ে আবাদ করে প্রতারিত হন কৃষকরা। দামুড়হুদা এলাকার সরিষা চাষিদের মধ্যে দামুড়হুদা হাওলী গ্রামের শুকুর আলী খা, গোলাম হোসেন, আবুল কালামসহ অনেকেই অভিন্ন ভাষায় বলছেন, বাসরী জাতের সরিষে বীজ যখন কিনেছিলাম তখন বিক্রেতাদের অনেকেই বলেছেন ৬ থেকে ৭ মণ সরষে পাওয়া যাবে। সেই আশায় বিক্রিতাদের ওপর অন্ধ বিশ্বাস ওই বীজ নিয়ে আবাদ করে এখন সেই আশার গুড়েবালি। বিঘাপ্রতি ২ থেকে আড়াই মণের বেশি সরিষা পাওয়া যাচ্ছে না। ।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor