Tuesday, February 10, 2009

দিনাজপুরে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

০৯.০২.০৯
মো. শাহিন হোসেন, দিনাজপুর
দিনাজপুরে ১৩টি উপজেলায় চলতি ইরি- বোরো মৌসুমে ১ লাখ ৬১ হাজার ২০৯ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পরিমাণ জমিতে ৬ লাখ ৩৯ হাজার ২০৯ মেট্রিক টন ইরি-বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি বছরে ১৩টি উপজেলায় বাম্পার ইরি-বোরো আবাদে এবং লক্ষ্যমাত্রা নির্ধারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকরা যেন কোনো সমস্যায় না পড়েন সে দিকটা মনিটরিং করে চলেছে কৃষি অধিদফতর। অপরদিকে কৃষকরা ইরি-বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে তাদের জমির যতœ দিনরাত সমান্তরালে করে চলেছেন। তবে কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন সঠিক সময়ে সঠিকভাবে সার সরবরাহ, ডিজেল সরবরাহ ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে। কৃষকরা উফশী জাতের ধান ও হাইব্রিড ধানের বীজতলা করেছেন। জমি সমান করে সার দিয়ে জমির উর্বরতা বৃদ্ধি করতে মরিয়া হয়ে উঠেছেন কৃষকরা। একাধিক কৃষক জানান, চলতি মৌসুমে সঠিক সময়ে সার, ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ পেলে সরকারি উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor