Sunday, November 9, 2008

রাজবাড়ীতে ব্যাপক সবজি চাষ

০৮.১১.০৮
ডেসটিনি ।। রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে ব্র্যাকের উদ্যোগে ব্যাপক সবজি চাষ শুরু হয়েছে। জানা গেছে, হতদরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান প্রকল্পের আওতায় এ বছর ৮৯ জন মহিলাকে নিয়ে ব্র্যাক স্থানীয়ভাবে সবজি আবাদের একটি বিশেষ কর্মসূচি হাতে নেয়। প্রকল্পের লক্ষ্য অনুযায়ী এ বছর রাজবাড়ীতে ২২.২৫ একর জমিতে সবজির আবাদ করা হয়েছে। প্রকল্পের উপকারভোগীরা যাতে উন্নত পদ্ধতিতে চাষাবাদ করতে পারে সে জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই সঙ্গে আবাদের জন্য প্রত্যেককে আবাদের ব্যয় নির্বাহের জন্য বিনা শর্তে অফেরতযোগ্য ১৩ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও আর্থিক সুবিধা পেয়ে কৃষাণীরা আবাদের পর ফলন পাওয়ার আগ পর্যন্ত যেতে নিজেদের পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে সেজন্য প্রত্যেককে দৈনিক ২৫ টাকা হারে ৭০০ টাকার সহায়ক ভাতা এবং ২টি ছাগল প্রদান করা হয়েছে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor