Friday, November 28, 2008

সারের মূল্য বস্তাপ্রতি ৭০০ টাকা বৃদ্ধি টঙ্গীবাড়ীর আলুচাষিরা বিপাকে

২২.১১.০৮
ডেসটিনি ।। টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

টঙ্গীবাড়ীতে সারের মূল্য বস্তাপ্রতি ৩ দিনের ব্যবধানে ৭০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে আলুচাষিরা বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, ডিলাররা নিয়মনীতি না মেনে প্রতি বস্তা সার ৭০০ টাকা বেশি মূল্যে বিক্রি করছেন। যার জন্য কৃষকরা সার কেনার সাহস পাচ্ছে না। জানা গেছে, মঙ্গলবার টিএসপি ২ হাজার ৯৮০ টাকায় বিক্রি হলেও গতকাল বৃহস্পতিবার সেই সার ৩ হাজার ৭০৭ টাকা এবং এমওপি ২ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৬৯০ টাকা বিক্রি হচ্ছে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor