Friday, November 21, 2008

হাইব্রিড ধানের জাত আলোড়ন

১৯.১১.০৮
ডেসটিনি ।। মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার ছয়না গ্রামে সিডরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ব্র্যাক সোমবার বিনামূল্যে বিতরণ করা পাকা হাইব্রিড়ের ধান ‘আলোড়ন’ কর্তন করা হয়েছে। বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি দেখা গেছে। জানা যায়, ব্র্যাক ও কৃষি স¤প্রসারণ অধিদফতরের সহযোগিতায় ব্র্যাক কৃষি পুনর্বাসন কমসূচি (সিডর) প্রকল্পে ছয়না গ্রামে ৩/৪ মাস আগে হাইব্রিডের ধান ‘আলোড়ন’ বিতরণ করা হয়। ধান পেকে যাওয়ায় গত সোমবার ধান কর্তন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পরে স্থানীয় কৃষক আ. কুদ্দুস তালুকদারের বাড়িতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক এলাকা ব্যবস্থাপক (সিডর) কর্মকর্তা মো. ফরিদউদ্দিন আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কৃষি স¤প্রসারণ অফিসার রাশেদ হাসনাত, বিশেষ অতিথি হিসেবে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আ. মালেক, ব্র্যাক কৃষি সমন্বয়কারী রেজাউল হোসেন ও সাংবাদিক এমএ আকবর খোকা। এ ছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক সাগর হোসেন তামিম, মো. নূরু ভূঁইয়া, কৃষক সিরাজ। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাক কৃষিবিদ মো. শাহাদাত হোসেন, ব্র্যাক কর্মসূচি সংগঠক শহিদুল ইসলাম, এলাকা জনপ্রতিনিধি সিরাজুল হাওলাদার প্রমুখ।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor