Friday, November 28, 2008

মিঠাপুকুরে আলুচাষে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা

২৪.১১.০৮
ডেসটিনি ।। মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

ইউরিয়া, টিএসপি, পটাশসহ সব ধরনের কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে দেশের সর্বোচ্চ আলু উৎপাদনকারী এলাকা হিসেবে খ্যাত মিঠাপুকুর উপজেলায় আলু চাষ নিয়ে বেকায়দায় পড়েছেন কৃষকরা। নানা দ্বিধা আর দ্বন্দ্বের টানাপড়েনে মাঠে আলু চাষ করছেন তারা। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা এবার আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। বিশেষ করে সারের মূল্য না কমলে মিঠাপুকুর উপজেলায় এবার ৮ হাজার ১০২ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কাই বেশি। তবে কৃষি অফিস টার্গেট অনুযায়ীই আবাদের আশাবাদী। তবে আলু আবাদ নিয়ে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। বলেছেন গত বছরের ৩০০ টাকার ইউরিয়ার বস্তা ৬০০ টাকারও বেশি। ১,৮০০ টাকার টিএসপির বস্তা ৩,৮০০ টাকা, ১,০৫০ টাকার এমপিও (পটাশ) ২,২০০ টাকারও বেশি দিয়ে ক্রয় করে আলু জমিতে ব্যবহার করছেন। এ ছাড়াও এবার দ্বিগুণ বেড়েছে বীজ, শ্রমিক, কীটনাশক, জৈবসার উপকরণের দাম। কৃষকরা জানান, ১ একর জমি আবাদ করতে শুরু থেকে শেষ পর্যন্ত খরচ পড়বে ৫০-৬০ হাজার টাকার উপরে। এ কারণে ইতিমধ্যেই এ এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষি আলু আবাদের চিন্তা বাদ দিয়েছেন। অনেকেই দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে সার ক্রয় করে আবার অনেকে পাওয়ার টিলার ও ঘরের আসবাবপত্র এবং আগাম আলু বিক্রি করে চাষ করছেন। বহু ফরিয়া ও লিজ ব্যবসায়ী এখন এ অঞ্চলের মাঠে ছড়িয়ে পড়েছেন। তারা প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের কাছ থেকে জমি লিজ নিয়ে আলুর আবাদ করছেন। একাধিক ফড়িয়া ও লিজ ব্যবসায়ীদের সঙ্গে আলাপ হয় এ প্রতিবেদকের। তারা জানান, এবার জমি লিজ পাওয়া যাচ্ছে ঝামেলা ছাড়াই। তবে সারসহ অন্যান্য উপকরণের দাম বেশি হওয়ায় টার্গেট অনুযায়ী আবাদ করার সুযোগ পাচ্ছি না। অন্যদিকে আলুর দাম যদি ভালো পাওয়া না যায় তাহলে আবাদ করে মাঠে মারা যাব। চাষিরা বলছেন, সারের দাম না কমালে এবার এ উপজেলায় কেউই টার্গেট অনুযায়ী আলু আবাদ করতে পারবে না। উপজেলার শাল্টিপাড়া গ্রামের আব্দুল মজিদ খন্দকার, বান্দের পাড়া গ্রামের আ. জলিল, মাহিদুল ইসলাম আউলিয়া, ইকবাল হোসেন, দুর্গামতি গ্রামের আমজাদ হোসেন, আজিজার হোসেন, আ. হাকিম সরকারসহ অনেক কৃষক জানান, সারের দাম বৃদ্ধির কারণে তারা যে জমিতে আলু আবাদের কথা চিন্তা করেছিলেন তা করতে পারবেন না। টার্গেটের চেয়ে তারা ২ থেকে ৩ একর কম জমিতে আলু চাষ করবেন। মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, গত বছরের মতো এবারো বাম্পার ফলন অব্যাহত থাকবে। টার্গেট অনুযায়ী আবাদ হবে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor