Friday, November 28, 2008

চলনবিলে পোকার আত্রক্রমণে সরিষা চাষীরা দিশেহারা

২৪.১১.০৮
সমকাল ।। সিরাজগঞ্জ/উল্লাপাড়া প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্কèাপাড়াসহ বৃহত্তর চলনবিল এলাকায় হাজার হাজার একর জমির সরিষা কেটে ফেলছে ‘কমন কার্ট ওয়াম’ নামক এক ধরনের পোকা। কীটনাশক দিয়েও দমন করা যাচ্ছে না এ পোকার আত্রক্রমণ।
কৃষকরা জানিয়েছেন, নতুন ধরনের এ পোকা দমনে তাদের কোনো অভিজ্ঞতা নেই। উচ্চমহৃল্যের কীটনাশক ব্যবহার করেও পোকা দমন করা যাচ্ছে না। ফলে ব্যাপক ফসলহানির আশগ্ধকায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন খান জানান, এ পোকা সল্পব্দ্যার দিকে উঠে রাতে সরিষা গাছের গোড়া কেটে ফেলছে। সল্পব্দ্যা বেলায় সরিষার জমিতে র‌্যালোথিন ক্যারাটে, মেলাথিয়ন জাতীয় কীটনাশক প্রয়োগের পরামর্শ দেন তিনি।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor