Friday, November 14, 2008

ঈশ্বরদীতে গাজর চাষ

১৩.১১.০৮
ডেসটিনি ।। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের সফল কৃষক আদর্শ কৃষি খামারের স্বত্বাধিকারী মো. জাহিদুল ইসলাম গাজর চাষ করে তার ভাগ্য ফিরিয়েছেন। একজন প্রান্তিক কৃষক থেকে আজ বড় মাপের খামারের মালিক হয়েছেন। সেই সঙ্গে তার খামারে প্রতিদিন প্রায় ৫০ জন শ্রমিক কাজ করে। সততা, নিষ্ঠা এবং পরিশ্রম আজ তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। জাহিদুল এবার তার খামারে ৯০ বিঘা জমিতে গাজর চাষ করেছেন। গাজরের ব্যাপক চাহিদা রাজধানী ঢাকায়। জাহিদুল জানান, শিক্ষিত বেকার যুবকরা কৃষি কাজে এগিয়ে এলে আরো বেশি ভালো করবে। তিনি আরো জানান, মাঝে মধ্যে সার ও বিষের কারণে নানা সমস্যাতে পড়তে হয়; প্রয়োজনের সময় সার-বিষ না পেলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে বাজারে ভেজাল বিষের ছড়াছড়ি, ভেজাল বিষ বিক্রি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে বিষ বিক্রেতাদের দোকানে অভিযান পরিচালানা করা দরকার।
জাহিদুল বলেন, ঈশ্বরদী উপজেলার কৃষি কর্মকর্তারা তাকে সার্বিকভাবে সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকেন।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor