Wednesday, September 17, 2008

পুঠিয়ায় অবৈধ পাওয়ার ক্রাসার দিয়ে আখ মাড়াই

১৮.০৯.০৮
।।ডেসটিনি।। পুঠিয়ায় অবৈধ পাওয়ার ক্রাসার দিয়ে আখ মাড়াই

পুঠিয়া (রাজশাহী ) প্রতিনিধি
চলতি মৌসুমের অনেক আগেই রাজশাহীর পুঠিয়া উপজেলার অনেক এলাকাতেই অবৈধ পাওয়ার ক্রাসার দিয়ে আখ মাড়াই শুরু হয়েছে। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে আখের গুড়ের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় অবৈধভাবে অনেকে আখ মাড়াই চালিয়ে যাচ্ছেন। আখ মাড়াইয়ের মৌসুম শুরুর অনেক আগেই যেভাবে আখচাষিরা আখ মাড়াই শুরু করেছেন তাতে রাজশাহী চিনিকলকে যে এবারও লোকসানের বোঝা বইতে হবে তাতে কোনো সন্দেহ নেই। উপজেলার শাহবাজপুর, কান্দ্রা, বানেশ্বর, ঝলমলিয়া, শিবপুর ধোপাপাড়াসহ অনেক এলাকাতেই অবাধে চলছে আখ মাড়াই। পুঠিয়ার শাহবাজপুর গ্রামের আখচাষি মাহাবুব আলম বলেন, ক্রাসার দিয়ে আখ মাড়াই সরকারিভাবে নিষিদ্ধ থাকলেও আইনের সঠিক ব্যবহার না থাকায় এলাকার কৃষকরা স্বার্থের জন্য আখ মাড়াই এবং গুড় উৎপাদন শুরু করেছেন। হঠাৎ করে আখের গুড়ের দাম দ্বিগুণ হওয়ায় তারা অবাধে আখ মাড়াই করছেন। কান্দ্রা গ্রামের আখচাষি উকিল বলেন, রমজানে জিনিসপত্রের দামের সঙ্গে তাল মিলিয়ে আখের গুড়ের দামও দ্বিগুণ হওয়ার কারণে মৌসুম আসার আগেই চাষিরা আখ মাড়াই করছেন। গত বছর এই সময়ে গুড়ের দাম ছিল ১৫ থেকে ১৮ টাকা। আর এবারে তার দ্বিগুণ। এ ছাড়াও অনেক আখচাষি গুড়ের রং ভালো এবং ওজন বাড়ানোর জন্য আখের গুড়ের সঙ্গে চিনি মিশিয়ে তা বাজারজাত করছেন। আখের পুরো মৌসুম আসতে প্রায় দুই মাস বাকি। এতো আগেই যেভাবে আখ মাড়াই শুরু হয়েছে, সরকারিভাবে দ্রুত ব্যবস্থা না নিলে এবারও রাজশাহী চিনিকল লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor