Saturday, September 20, 2008

কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৯ হাজার ৪০০ কোটি টাকা

২১.০৯.০৮
ইত্তেফাক ।। আব্দুল কাইয়ুম তুহিন

চলতি অর্থবছরে (২০০৮-০৯) কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৪০০ কোটি টাকা। যা গত বছরের চেয়ে ১৩ শতাংশ বেশি। রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলো গত বছরের চেয়ে ৫ শতাংশ এবং বেসরকারি ব্যাংকগুলো ৫৫ শতাংশ বেশি কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে কৃষিঋণ বিতরণ করা হয়েছে ৯৭২ কোটি টাকা। এর মধ্যে সরকারি খাতের ৮ ব্যাংক বিতরণ করেছে ৬৩৫ কোটি ৪৩ লাখ টাকা। বেসরকারি খাতের সব ব্যাংক ৩৩৬ কোটি ৮৬ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। বিদেশি একটি ব্যাংক বিতরণ করেছে ৮ কোটি টাকা।

চলতি অর্থ বছরে কোন ব্যাংক কত টাকা কৃষি ঋণ বিতরণ করবে : সরকারি ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক ৬৭৫ কোটি, জনতা ব্যাংক ৬৫৫ কোটি, অগ্রণী ব্যাংক ৪৮০ কোটি, রূপালী ব্যাংক ৭০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক ৩ হাজার ৮০০ কোটি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৮৫৫ কোটি ১৮ লাখ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ৭৫০ কোটি ৫০ লাখ, বাংলাদেশ সমবায় ব্যাংক ৪৫ কোটি ৫০ লাখ টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবি ব্যাংক ১১৫ কোটি, আল আরাফাহ ইসলামী ব্যাংক ৩২ কোটি, ব্যাংক এশিয়া ৬০ কোটি, প্রিমিয়ার ব্যাংক ৩৫ কোটি, বেসিক ব্যাংক ৪০ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংক ২০ কোটি, ব্র্যাক ব্যাংক ৩৫ কোটি, ঢাকা ব্যাংক ১ কোটি ৮০ লাখ, ডাচ্-বাংলা ব্যাংক ৪০ কোটি, ইস্টার্ন ব্যাংক ৫২ কোটি, এক্সিম ব্যাংক ২১ কোটি, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ১০ কোটি, আইএফআইসি ব্যাংক ২৫ কোটি, ইসলামী ব্যাংক ৬৬০ কোটি, যমুনা ব্যাংক ৫৮ কোটি, মার্কেন্টাইল ব্যাংক ২৭ কোটি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১০ কোটি ৭৫ লাখ, ন্যাশনাল ব্যাংক ৪১ কোটি ৫০ লাখ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক ১৪ কোটি, ওয়ান ব্যাংক ২০ কোটি, প্রাইম ব্যাংক ৩০ কোটি, পূবালী ব্যাংক ১০২ কোটি, শাহজালাল ইসলামী ব্যাংক ৪০ কোটি, সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক ৩০ কোটি, সাউথইস্ট ব্যাংক ৩০ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংক ১০ কোটি, সিটি ব্যাংক ৮০ কোটি, ট্রাস্ট ব্যাংক ১৭৫ কোটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১২ কোটি এবং উত্তরা ব্যাংক ৩০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বিদেশি ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক আল ফালাহ ১০ কোটি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন ২০ কোটি, সিটি ব্যাংক এনএ ১০৬ কোটি, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ৫০ কোটি, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ৫ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

কৃষি ঋণ বিতরণে কোনো লক্ষ্যমাত্রা নেই : চলতি অর্থবছর শুরু হওয়ার আগেই বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে চিঠি দিয়ে চলতি অর্থবছরে কৃষি খাতে তাদের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়েছিল। ওই চিঠির জবাবে দেশে কার্যরত ৪৮ ব্যাংকের মধ্যে ৫টি বিদেশি ব্যাংক কোনো তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানায়নি। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হাবিব ব্যাংক, এইচএসবিসি, ওরি ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক। এসব ব্যাংক চলতি অর্থবছরে কৃষি খাতে ঋণ বিতরণের জন্য এখন পর্যন্ত কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি।

অর্থ বছরের প্রথম দুই মাসে কৃষি ঋণ বিতরণ : সোনালী ব্যাংক বিতরণ করেছে ৩৬ কোটি ৫২ লাখ, জনতা ব্যাংক ৩১ কোটি, অগ্রণী ব্যাংক ২২ কোটি, রূপালী ব্যাংক সাড়ে ৩ কোটি, কৃষি ব্যাংক ৩৬৬ কোটি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সাড়ে ৭৮ কোটি, বাংলদেশ পল্লী উন্নয়ন বোর্ড ৯৮ কোটি টাকা।

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবি ব্যাংক ২ কোটি ৮ লাখ, আল আরাফাহ ইসলামী ব্যাংক ৮ কোটি, ব্যাংক এশিয়া ১৮ কোটি, বেসিক ব্যাংক প্রায় ৩ কোটি, ব্র্যাক ব্যাংক প্রায় ৯ কোটি, ডাচ-বাংলা ব্যাংক ১২ কোটি, ইস্টার্ন ব্যাংক প্রায় ৩১ কোটি, এক্সিম ব্যাংক ২ কোটি, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ১১ লাখ, আইএফআইসি ব্যাংক প্রায় সোয়া ৩ কোটি, ইসলামী ব্যাংক ১৫১ কোটি ৪২ লাখ, ন্যাশনাল ব্যাংক ২৮ কোটি, ওয়ান ব্যাংক ২ কোটি, প্রাইম ব্যাংক ৫১ কোটি ২৯ লাখ, সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক ৭৯ লাখ, স্ট্যান্ডার্ড ব্যাংক ৮ লাখ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৫ কোটি, উত্তরা ব্যাংক ২৯ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে একমাত্র সিটি ব্যাংক এনএ ৮ কোটি টাকা বিতরণ করেছে।

এদিকে দেশে কার্যরত দেশি-বিদেশি সব ব্যাংকের জন্য কৃষিঋণ বিতরণ বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে কৃষকের চাহিদা অনুযায়ী ঋণের জোগান দেওয়া, বর্গাচাষীদের জামানতবিহীন ঋণ প্রদান এবং জেলেদের ঋণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে উদ্যোগ নেবে কেন্দ্রীয় ব্যাংক। কৃষি সম্প্রসারণ বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করছে। ওই কার্ড দেখে কৃষকদের ঋণ দেওয়া হবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষি উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হবে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor