Friday, September 12, 2008

জলবায়ুর পরিবর্তনে সামাজিক ইকোফরেস্ট্রি রক্ষার নিশ্চয়তা চাই

১৩.০৯.০৮
চিঠিপত্র
।।ইত্তেফাক।। মো. জাহিদ সুলতান

বাংলাদেশ নাতিশীতোষ্ণ মণ্ডলীয় দেশ। যে আবহাওয়া বেশিসংখ্যক পশু-পাখির বসবাস ও বংশবিস্তারের জন্য সহায়ক। কিন্তু আজ প্রতিটি লোকালয়, গ্রাম যেন প্রকৃতির অমূল্য দান পাখিদের হাজারো সুর, ছুটে চলা, উড়ে বেড়ানো, বন্য পশুদের মুগ্ধকর উপস্থিতি থেকে ক্রমেই বিবর্ণ, নীরব, নিঃসঙ্গ হয়ে যাচ্ছে! জনসংখ্যা বেড়েছে বলেই কি সামাজিক, প্রতিবেশী পাখিগুলোও হারিয়ে যাবে? তবে কেন এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে প্রকৃতির সাজানো মুগ্ধকর রূপ? জলবায়ুর পরিবর্তন ঘটেছে। কার্বনডাই অক্সাইড কমাতে, দেশের ২৫% বনভূমি বৃদ্ধির জন্য ব্যাপকহারে প্রতিবছর বৃক্ষরোপণ হয়। কিন্তু পরিবেশের সেই হারানো সৌন্দর্য বাড়ে না কেন? আমাদের দেশের বৃক্ষরোপণ কি শুধু কার্বনডাই অক্সাইড (ঈড়২) হ্রাস করে অক্সিজেনের (ঙ২) আনুপাতিক হার বৃদ্ধি করাই উদ্দেশ্য? যেভাবে প্রতিবছর বৃক্ষের সংখ্যা বাড়ছে তার কতভাগ বৃক্ষ আমাদের সামাজিক সৌন্দর্য, প্রকৃতির দান ইকোসিস্টেমের বিভিন্ন উপাদান রক্ষায় ভূমিকা রাখছে? দেশ আজ নিয়ন্ত্রণহীনভাবে, অপরিকল্পিতভাবে দ্রুতগতিতে ২৫% বনভূমি রক্ষার তাগিদে অষষরবহ ঝঢ়বপরপবং বৃক্ষ দ্বারা ভরে যাচ্ছে। হয়ত দ্রুতবর্ধনশীল এসব বৃক্ষ জলবায়ুর পরিবর্তনে কার্বনডাই অক্সাইডের ভূমিকা হ্রাস করবে এবং অক্সিজেনের পরিমাণ ঠিক রাখবে বিশ্বব্যাপী। কিন্তু সেই অক্সিজেন ভরা পৃথিবীতেও ক্ষুধা ও বাসস্থানের অনুকূল পরিবেশের, বৃক্ষ প্রজাতির অভাবহেতু মানুষ ছাড়া অন্যান্য প্রজাতি থাকবে কিনা সন্দেহ!! গ্রামবাংলার সবুজ সৌন্দর্যের মাঝে ফুলে-ফলে ভরা নানা রঙের ইকোসিস্টেমের জন্য অনুকূল বৃক্ষগুলো আজ পশু ও পাখিদের খাদ্য ও বাসস্থানের অনুপোযোগী বৃক্ষ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, আন্তঃবৃক্ষ অনুকূল সম্পর্কগুলো ধ্বংস হয়ে কাঠ বৃক্ষের ও শুধু কার্বন খাদক বনভূমি গড়ে উঠছে। এর দীর্ঘ ফলাফল আমরা কী পাবো তার জন্য কি কোনো ত্বরিত ব্যবস্থা নেই? নেই কোনো পরিকল্পনা যে পরিকল্পনায় থাকবে জলবায়ুর পরিবর্তনে কার্বন হ্রাসকরণ, মানুষ ও পশু-পাখিদের জন্য নিরাপদ এবং শান্তি ও সৌন্দর্যময় বাসস্থান গড়ে তোলা। বিশ্বব্যাপী খাদ্য সংকটের যুগে বনজ খাদ্য যেমন, বিভিন্ন প্রজাতির ফলমূলের সারা বছর সুষম ও পর্যাপ্ত প্রাপ্তির জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী সবুজ বনভূমি গড়ে তোলা। সামাজিক ইকোফরেষ্ট্রিই পারে আমাদের সেই আশাগুলো পূরণ করতে। তাই জলবায়ুর পরিবর্তনে আমাদের সামাজিক ইকোফরেস্ট্রি যেন রক্ষা হয় তার নিশ্চয়তা চাই।
এমএসইন এগ্রোফরেস্ট্রি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor